পাতা:রাজযোগ.djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগসূত্র এক শরীর গঠন করিতে হইবে। যদি আমাদের এই ক্ষমতা থাকে, তবে এই শরীর হইতে বাহিরে না গিয়া, কেনন আমরা এখানেই এবং এখনই সেই গঠনকার্য্য করিতে পারিব ? মতটি সম্পূর্ণ সত্য । যদি ইহা সম্ভব হয় যে, আমরা মৃত্যুর পরও জীবিত থাকিয় আপনাদের শরীর গঠন করি, তাহা হইলে সম্পূর্ণরূপে শরীরকে ধ্বংস না করিয়া কেবল উহাকে ক্রমশঃ পরিবর্তিত করিয়া এই স্থানেই শরীর প্রস্তুত করা আমাদের পক্ষে অসম্ভব কেন হইবে ? তাহাদের আরও বিশ্বাস ছিল যে, পারদ ও গন্ধকে অত্যস্তৃত শক্তি নিহিত আছে। এই দ্রব্যগুলি এক • নির্দিষ্ট প্রণালীতে প্রস্তুত করিলে মানুষ যতদিন ইচ্ছা শরীরকে অবিকৃত রাখিতে পারে। অপর কেহ কেহ বিশ্বাস করিত যে, ঔষধ বিশেষের সেবনে আকাশগমনাদি সিদ্ধি লাভ হইতে পারে। আজকালকার অধিকাংশ আশ্চৰ্য্য ঔষধই, বিশেষতঃ ঔষধে ধাতুর ব্যবহার, আমরা রসায়নদের নিকট হইতে পাইয়াছি।

  • কোন কোন যোগিসম্প্রদায় বলেন, আমাদের প্রধান প্রধান গুরুরা অনেকে এখনও তাহাদের পুরাতন শরীরে বিদ্যমান আছেন। যোগ সম্বন্ধে যাহার প্রামাণ্য অকাট্য, সেই পতঞ্জলি ইহা অস্বীকার করেন না ।

মন্ত্রশক্তি—মন্ত্রনামক কতকগুলি পবিত্র শব্দ আছে, নির্দিষ্ট নিয়মে উচ্চারণ করিলে, উহা হইতে আশ্চৰ্য্য শক্তি লাভ হইয় থাকে। জমির দিনরাত এমন এক মহা অদ্ভুত ঘটনারাশির মধ্যে বাস করিতেছি যে, আমরা সেগুলির বিষয় কিছু ভাবিয়া দেখি না, উহাদিগকে সামান্ত জ্ঞান করি।

Ֆ ց՝ ఏ3