পাতা:রাজযোগ.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ মানুষের শক্তি, শব্দের শক্তি ও মনের শক্তির কোন সীম! পরিসীমা নাই । \ তপস্তা—তোমরা দেখিবে, কৃচ্ছসাধন প্রত্যেক ধৰ্ম্মেই আছে। ধৰ্ম্মের এই সকল অঙ্গ-সাধনের বিষয়ে হিন্দুরাই সৰ্ব্বাপেক্ষা অধিকদুর গমন করিয়া থাকেন। এমন অনেকে আছেন, যাহারা সমস্ত জীবন হস্ত উৰ্দ্ধে রাখিয়া দিবেন, পরিশেষে উহ শুকাইয়া মরিয়া যাইবে । অনেকে দিবারাত্র দাড়াইয়া থাকে, অবশেষে তাহাদের পা ফুলিয়া উঠে, যদি তাহার। তাহার পরও জীবিত থাকে, তাহা হইলে সেই অবস্থায় তাহাদের পদদেশ এতদূর শক্ত হইয়া যায় যে, তাহারা আর পা নোয়াইতে পারে না। সমস্ত জীবন তাহাদিগকে দাড়াইয়া থাকিতে হয় । আমি একবার একটি উৰ্দ্ধবাহু পুরুষকে দেখিয়াছিলাম। আমি র্তাহাকে জিজ্ঞাসা করিলাম, “যখন আপনি প্রথম প্রথম ইহা অভ্যাস করিতেন, তখন আপনি কিরূপ বোধ করিতেন ?” তিনি বলিলেন যে, প্রথম প্রথম ভয়ানক যাতনা বোধ হইত।* এত যাতনা বোধ হইত যে, তিনি নদীতে যাইয়া জলে ডুবিয়া থাকিতেন ; তাহাতে কিছুক্ষণের জন্ত তাহার যন্ত্রণার কতকটা উপশম হইত। একমাস পরে আর র্তাহার বিশেষ কষ্ট ছিল না। এইরূপ" অভ্যাসের দ্বারা বিভূতি লাভ হইয় থাকে । সমাধি—ইহাই প্রকৃত যোগ, এই শাস্ত্রের ইহাই প্রধান । বিষয়—আর ইহাই সাধনের প্রধান উপায়। পূর্বে যেগুলির বিষয় বলা হইল, উহার গৌণ সাধন মাত্র। উহাদিগের দ্বার o २ ॐ ●