পাতা:রাজযোগ.djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগসূত্র সেই পরম পদ লাভ করা যার না । সমাধি দ্বারা মানসিক, নৈতিক ও অধ্যাত্মিক যাহা কিছু, আমরা সবই লাভ করিতে পারি। জাত্যন্তর-পরিণামঃ প্রকৃত্যাপুরাৎ ॥ ২ ॥ সূত্রার্থ –প্রকৃতির আপুরণের দ্বারা এক জাতি আর এক জাতিতে পরিণত হইয়া যায়। g ব্যাখ্যা। পতঞ্জলি বলিয়াছেন, এই শক্তিগুলি জন্ম দ্বারা লাভ হয়, কখন কথন ঔষধবিশেষ দ্বারা লব্ধ হয়, আর তপস্তা দ্বারাও ইহাদিগকে লাভ করিতে পারা যায়। তিনি আরও স্বীকার করিয়াছেন যে, এই শরীরকে যতদিন ইচ্ছা রক্ষা করা যাইতে পাবে। এক্ষণে এই শবীর একজাতি হইতে অপর জাতিতে পরিণত হয় কেন, তাহা বলিতেছেন। তিনি বলেন, ইহা প্রকৃতিব আপূরণের দ্বারা হইয়া থাকে। পরস্থত্রে তিনি ইহা ব্যাখ্যা করিবেন। নিমিত্তম প্রয়োজকং প্রকৃতীনাং বরণভেদস্তু * ততঃ ক্ষেত্রিক বৎ ৷৷ ৩ ৷৷ সূত্রার্থ।—সৎ ও অসৎ কৰ্ম্ম • প্রকৃতির পরিণামের সাক্ষাৎ কারণ নহে, কিন্তু উহারা উহার বাধাভগ্নকারী নিমিত্তমাত্ৰ—যেমন, কৃষক জল আসিবার প্রতিবন্ধকস্বরূপ আইল ভঙ্গ করিয়া দিলে জল আপনার স্বভাবেই চলিয়া বায়ু । १8 9