পাতা:রাজযোগ.djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগসূত্র আধুনিক ব্যাখ্যা হইতে শ্রেষ্ঠতর। আধুনিকের বলেন, পরিণামের zèf ffy", cùR-fi#f5H ( Sexual Selection ) s critsTIAA TsNTR ( Survival of the fittest) - fT & দুইটি কারণকে সম্পূর্ণ পৰ্য্যাপ্ত বলিয়া বোধ হয় না। মনে কর, মানবীয় জ্ঞান এতদুব উন্নত হইল নে, শরীর ধারণ ও পতি বা পত্নী লাভ করিবার প্রতিযোগিতা উঠিয়া গেল। তাহা হইলে আধুনিকদিগের মতে মানবীয় উন্নতিপ্রবাহ রুদ্ধ হইবে ও জাতির মৃত্যু হইবে। আর এই মতের এই ফল দাড়ায় যে, প্রত্যেক অত্যাচারী ব্যক্তি আপনার বিবেকের ভংসনা হইতে অব্যাহতি পাইবার যুক্তি প্রাপ্ত হয়। আর এমন লোকেবও অভাব নাই, র্যাহারা দার্শনিক নাম ধারণ করিয়া যত দুষ্ট ও অনুপযুক্ত লোকদিগকে মারিয়া ফেলিয়া (অবশ্য ইহারাই উপযুক্ততা অনুপযুক্ততার একমাত্র বিচারক ) মনুষ্যজাতিকে রক্ষা করিতে চাহেন । কিন্তু প্রাচীন পরিণামবাদী মহাপুরুষ পতঞ্জলি বলেন যে, পরিণামের প্রকৃত রহস্ত—প্রত্যেক ব্যক্তিতে পূর্ণতার যে প্রাগ্রভাব রহিয়াছে, তাহারই আবির্ভাব মাত্র । ঐ পূর্ণতারূপ আমাদের অন্তরালস্থ অনন্ত তরঙ্গরাশি আপনাকে প্রকাশ করিবার জন্য চেষ্টা করিতেছে। এই প্রতি • ডারউইনের মত এই ষ্টে জগতের ক্রমোন্নতি কতকগুলি নির্দিষ্ট নিয়মধীনে হয়, তন্মধ্যে যৌন-নিৰ্ব্বাচন ও যোগ্যতমের উজ্জীবনই প্রধান। সকল জীবই আপনার উপযুক্ত ভৰ্ত্ত বা ভাৰ্য্যা নির্বাচন করিয়া লয় ও বে যোগ্যতম, সেই শেষ পৰ্য্যস্ত ৰাচিয়া থাকে, এই দুই শব্দের এই অর্থ।