পাতা:রাজযোগ.djvu/৩২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ লাভ হয় বলিয়া তাহার ধৰ্ম্মমেঘনামক সমাধি লাভ হইয়া থাকে। • ব্যাখ্যা । যখন যোগী এই বিবেকঙ্কান লাভ করেন, তখন পূৰ্ব্ব অধ্যায়ে কথিত শক্তিগুলি আসিবে, কিন্তু প্রকৃত যোগী ইহাদিগকে পরিত্যাগ করিয়া থাকেন । র্তাহার নিকট ধৰ্ম্মমেঘনামক এক বিশেষ প্রকাব জ্ঞান, এক বিশেষপ্রকার আলোক আইসে। ইতিহাস যে সকল ধৰ্ম্মাচাৰ্য্যদিগের কথা বর্ণনা করিয়াছেন, তাহারা সকলেই এই ধৰ্ম্মমেঘসমাধিসম্পন্ন ছিলেন । র্তাহারা আপনাদের ভিতরেই জ্ঞানের মূল প্রস্রবণ পাইয়াছিলেন। সত্য র্তাহীদের নিকট অতি স্পষ্টরূপে প্রকাশিত হইয়াছিল। পূৰ্ব্বোক্ত শক্তিসমূহের অভিমান ত্যাগ করাতে শাস্তি, বিনয় ও পূর্ণ পবিত্রত র্তাহাদের স্বভাবগত হইয়া গিয়াছিল । ততঃ কুেশকৰ্ম্মনিবৃত্তি ॥ ৩০ ॥ সূত্রার্থ।—তাহা হইতে ক্লেশ ও কৰ্ম্মের নিবৃত্তি হয়। ব্যাখ্যা । যখন এই ধৰ্ম্মমেঘসমাধি আইসে, তখন আর পতনের আশঙ্কা নাই, কিছুতেই আর তাহাকে অধোদিকে আকর্ষণ করিতে পারে না, আর র্তাহার কোন কষ্টও থাকে না । তদা সর্বাবরণমলাপেতস্ত জ্ঞানুস্তানন্ত্যাজ জ্ঞেয়মল্লম্ ॥ ৩১ ॥ সূত্রার্থ।—তখন জ্ঞান সৰ্ব্বপ্রকার আবরণ ও y Վ) eԵր