এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ বিষয়ে বঞ্চিত। য়াহুদি ও মুসলমানদিগের মতে, ঈশ্বর, দেবতা ও অস্তান্ত সমুদয় স্বষ্টির পর মনুষ্য স্বষ্টি করিয়া, দেবতাদিগকে গিয়া মনুষ্যকে প্রণাম ও অভিনন্দন করিতে বলেন ; ইরিশ ব্যতীত সকলেই তাহা করিয়াছিল, এই জন্যই ঈশ্বর তাহাকে অভিশাপ প্রদান করেন। তাঁহাতে সে সয়তানরূপে পরিণত হয়। উক্ত , রূপকের . অভ্যন্তরে এই মহৎ সত্য নিহিত আছে যে, জগতে মানবজন্মই সৰ্ব্বাপেক্ষা শ্রেষ্ঠ জন্ম। পশ্বাদি তিৰ্য্যক স্বষ্টি তমঃপ্রধান। পশুরা কোন উচ্চতত্ত্ব ধারণা করিতে পারে না। দেবগণও মনুষ্যজন্ম না লইয়া মুক্তি লাভ করিতে পারেন না। দেখ মানুষের আত্মোন্নতির পক্ষে অধিক অর্থও অমুকুল নহে, আবার একেবারে অতিশয় নিঃস্ব হইলেও উন্নতি মুদুরপরাহত হয়। জগতে| যত মহাত্মা জন্মগ্রহণ করিয়াছেন, সকলেই মধ্যবিত্ত শ্রেণী| হইতে। মধ্যবিত্তদিগের ভিতরে সব বিরোধী শক্তিগুলির সমন্বয়। আছে । এক্ষণে প্রকৃত প্রস্তাবের অনুসরণ করা যাউক । আমাদিগকে এক্ষণে প্রাণায়ামের বিষয় আলোচনা করিতে হইবে । দেখা যাউক, চিত্ত-বৃত্তি-নিরোধের সহিত প্রাণায়ামের কি_সম্বন্ধ। শ্বাস প্রশ্বাস যেন দেহ-যন্ত্রের গতি-নিয়ামক মূল-যন্ত্র (Fly-wheel )। " একটি বৃহৎ এঞ্জিনের দিকে দৃষ্টিপাত করিলে দেখিতে পাইবে যে, একটি বৃহৎ চক্র ঘুরিতেছে, সেই চক্রের গতি ক্রমশঃ স্বক্ষাৎ স্বল্পতর যন্ত্রে সঞ্চারিত হয়। এইরূপে, সেই এঞ্জিনের অতি স্বক্ষতম যন্ত্রগুলি *६खe **ांडिलैण श्छ । धृॉनস, প্রশাস_সেই, গতি-নিয়ামক_চক্র ( Fly-wheel ) i ŵwf& 啤 শরীরের সর্বস্থানে যে কোন లిశి