এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধনের প্রথম সোপান এ গৃহে সৰ্ব্বদা পুষ্প ও হৃদয়ানন্দকারী চিত্র সকল রাখিবে ; ষোগীর পক্ষে উহাদের সন্নিকটে থাকা বড় উত্তম। প্রাতে ও সায়াহ্নে তথায় ধূপ, ধূম্ৰাদি প্ৰজলিত করিবে। ঐ গৃহে কোন প্রকার কলহ, ক্রোধ বা অপবিত্র চিন্তা যেন না হয়। তোমাদের সহিত যাহাদের ভাবে মেলে, কেবল তাহাদিগকেই ঐ গৃহে প্রবেশ করিতে দিবে। এইরূপ করিলে শীঘ্রই সেই গৃহটি সত্ত্বগুণে পূর্ণ হইবে ; এমন কি, যখন কোন প্রকার দুঃখ অথবা সংশয় আসিবে অথবা মন চঞ্চল হইবে, তখন কেবল ঐ গৃহে প্রবেশ করিবামাত্র তোমার মনে শান্তি আদিবে। মন্দির, গির্জা প্রভৃতি কুরিবাব প্রকৃত উদ্দেশু এই ছিল। এখনও অনেক মন্দির ও গির্জায় এই ভাব দেখিতে পাওয়া যায় ; কিন্তু অধিকাংশ স্থলে, লোকে ইহার উদেখা পৰ্য্যন্ত বিস্তুত হইয়াছে। চতুর্দিকে পবিত্র চিন্তার পরমাণু সদা স্পন্দিত হইতে থাকিলে সেই স্থানটি পবিত্র জ্যোতিতে পূর্ণ হইয়া থাকে। যাহার এইরূপ স্বতন্ত্র গৃহেব ব্যবস্থা করিতে না পারে তাহারা যেখানে ইচ্ছা বসিয়াই সাধন করিতে পারে। শরীরকে সরলভাবে রাখিয়া উপবেশন কর । জগতে পবিত্র চিন্তার একটি স্রোত চালাইয়া দাও । মনে মনে বল, জগতে সকলেই সুখী হউন, সকলেই শান্তি লাভ করুন ; সকলেই আনন্দ লাভ করুন ; এইরূপে পূৰ্ব্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে পবিত্ৰ-চিন্তা-প্রবাহ প্রবাহিত কর। এইরূপ যতই করিবে, ততই তুমি আপনাকে ভাল বোধ করিবে। পরিশেষে দেখিতে পাইবে যে, অপর সাধারণ স্বস্ব হউন, এই ভাবনাই স্বাস্থা-লাভের সহজ উপায়। অপর সকলে সুখী হউন, এইরূপ চিন্তাই নিজেকে মুর্থী করিবার সহজ উপায়। তৎপরে וסי