এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ সিদ্ধ হইতে আরও পাঁচ লক্ষ বৎসর লাগিল। উন্নতির বেগ বৰ্দ্ধিত করিলে এই সময় সংক্ষিপ্ত হইয়া আসে। রীতিমত চেষ্টা করিলে, ছয় মাসে অথবা ছয় বর্যের ভিতর সিদ্ধিলাভ ন হইবে কেন ? যুক্তি দ্বারা বুঝা যায়, ইহাতে নির্দিষ্ট সীমাবদ্ধ সময় নাই। মনে কর, কোন বাষ্পীর-যন্ত্র নির্দিষ্ট পরিমাণ কয়লা দিলে প্রতি ঘণ্টায় দুই মাইল করিয়া যাইতে পারে। আরও অধিক কয়লা দিলে, উহা আরও শীঘ্র যাইবে । এইরূপে যদি আমরাও তীব্র সংবেগসম্পন্ন ( যো: স্বঃ ১২১ ) হই, তবে এই জন্মেই মুক্তিলাভ করিতে না পাবিব কেন ? অবশু, সকলেই শেষে মুক্তিলাভ করিবে, ইহা আমরা জানি। কিন্তু আমি এতদিন অপেক্ষা করিব কেন ? এইক্ষণেই, এই শৰীবেই, এই মনুষ্য-দেহেই আমি মুক্তিলাভ করিতে কেন না সমর্থ হইব ? এই অনন্ত জ্ঞান ও অনন্ত শক্তি আমি এখনি লাভ না করিব কেন ? আত্মার উন্নতির বেগ বৃদ্ধি করিয়া কিরূপে অল্প সময়ের মধ্যে মুক্তিলাভ করা যাইতে পাবে, ইহাই যোগবিদ্যার লক্ষ্য ও উদ্দেশু। যতদিন না সকল মাতুয মুক্ত হইতেছে, ততদিন অপেক্ষা কবিয়া একটু একটু করিয়া অগ্রসর না হইয়া প্রকৃতির অনন্ত শক্তিভাণ্ডার হইতে শক্তি গ্রহণ করিবার ক্ষমতা বৃদ্ধি করিয়া কিরূপে শীঘ্র মুক্তিলাভ হয় যোগীরা তাহাবই উপায় উদ্ভাবন করিয়াছেন। জগতের সমুদয় মহাপুরুষ, সাধু, সিদ্ধপুরুষ-ইহার কি করিয়াছেন ? তাহার এক জন্মেই, সময়ের সংক্ষেপ করিয়া, সাধারণ মানব কোটী কোটী জন্মে যে সকল অবস্থার ভিতৰু, দিয়া গিয়া মুক্ত. হইবে তৎসমুদয়ই ভোগ করিয়া লইয়াছেন। একজন্মেই র্তাহারা আপনাদের মুক্তিসাধন করিয়া লন । তাহারা আর কিছুই চিন্ত 1 @bア