পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজসিংহ । א ל চঞ্চলকুমারীর সর্বনাশের উদ্যেগ হইল। রূপনগরের ক্ষুদ্র রাজার উপর এক আদেশপত্র জারি হইল । যে অদ্বিতীয় কুটিলতা ভয়ে জয়সিংহ ও যশোবন্ত সিংহ প্রভৃতি সেনাপতিগণও আজিম শাহ প্রভৃতি শাহজাদাগণ সৰ্ব্বদা শশব্যস্ত—ষে অভেদ্য কুটিলতাজালে বদ্ধ হইয়া চতুরাগ্রগণ্য ও দিল্লীতে কারাবদ্ধ হইয়াছিলেন -এই আজ্ঞাপত্র সেই কুটিলতা প্রস্থত। তাহাতে লিখিত হইল ষে, “বাদশাহ রূপনগরেব রাজকুমারীর অপূৰ্ব্ব রূপলাবণ্য শ্রবণে মুগ্ধ হইয়াছেন। আর রূপনগরের রাজার সৎস্বভাব ও রাজভক্তিতে বাদশাহ প্রীত হইয়াছেন । অঙএব বাদশাহ রাজকুমারীর পাণিগ্রহণ করিয়া তাহার সেই রাজভক্তি পুরস্কৃত করিতে ইচ্ছা করেন। রাজা কন্যাকে দিল্লীতে পাঠাইবার উদ্যোগ করিতে থাকুন ; শীঘ্র রাজসৈন্য আসিয়া কন্যাকে দিল্লীতে লুইয়া যাইবে।” এই সম্বাদ রূপনগরে আসিবামাত্র মহাহুলস্থুল পড়িয়া গেল । রূপনগরে আর আনন্দের সীমা রহিল না। যোধপুর, অম্বর প্রভৃতি বড় বড় রাস্ত্ৰপুত রাজগণ মোগল বাদশাহকে কন্যা । স্বান করা অতি গুরুতর সৌভাগ্যের বিষয় বলিয়া বিবেচনা করিতেন । সেস্থলে রূপনগরের ক্ষুদ্রজীবী রাজার অদৃষ্টে এই শুভ ফল বড়ই আনন্দের বিষয় বলিয়া সিদ্ধ হইল। বাদশাহের বাদশাহ-যাহার সমকক্ষ মনুষ্যলোকে কেহ নাই—ড়িনি । জামাতা হইবেন-চঞ্চলকুমারী পৃথিবীশ্বরী হইবেন-ইহার অপেক্ষ আর সৌভাগ্যের বিষক্তি আছে। রাজা, রাজরাণী, পৌরস্থান রূপনগরে প্রজাক জানলে মতিয়া উঠিল। স্বাক্ট একলিঙ্গের পুজা-পাঠাইয়া দিলেন; শ্রীজ এই যোগে