পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । ১৭ নিৰ্ম্মল উঠিয়া গেল। কিন্তু তাহার মনে কিছুমাত্র ভরসা হইল না। সে কঁাদিতে কঁাদিতে গেল । - পঞ্চম পরিচ্ছেদ । অনন্ত মিশ্র, চঞ্চলকুমারীর পিতৃকুলপুরোহিত । কন্যানির্বিশেষে, চঞ্চলকুমারীকে ভাল বসিতেন । তিনি মহামহোপাধ্যায় পণ্ডিত। সকলে তাহাকে ভক্তি করিত। চঞ্চলের নাম করিয়া উহাকে তাকিয়া পাঠাইবামাত্র তিনি অন্তঃপুরে আসিলেন—কুলপুরোহিতের অবারিত দ্বার। পথিমধ্যে নিৰ্ম্মল । তাহাকে গ্রেপ্তার করিল –এবং সকল কথা বুঝাইয়া দিয়া ছাড়িয়া দিল । w বিভূতিচন্দনবিভূষিত, প্রশস্তললাট, দীর্ঘকায়, রুদ্রাক্ষ • শোভিত, হাস্তবদন, সেই ব্ৰাহ্মণ চঞ্চলকুমারীর কাছে আসিয়া দ্বাড়াইলেন। নিৰ্ম্মল দেখিয়াছিল, যে চঞ্চল কাদিতেছে কিন্তু আর কাহারও কাছে চঞ্চল কঁাদিবার মেয়ে নহে । গুরুদেব ! দেখিলেন, চঞ্চল স্থিরুমূৰ্ত্তি । বলিলেন, ,"ম লক্ষ্মী,-আমাকে স্মরণ করিয়াছ কেন ?” চ। আমাকে বাঁচাইবার জন্য। আর কেহ নাই যে আমায় বঁচায় । অনন্ত মিশ্র হাসিয়া’ বললেন, “বুঝেছি রুক্মিণীর বিয়ে, সেই পুরোহিত বুড়াকেই দ্বারকায় ৰেীত হবে । তা দেখ দেখি