পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজসিংহ । -לצ মা, লক্ষ্মীর ভাণ্ডারে কিছু আছে কিনা—পথ খরচটা জুটলেই আমি উদয়পুরে যাত্র করিব।” চঞ্চল, একটা জরির থলি বাহির করিয়া দিল। তাহাতে আশরফি ভর । পুরোহিত দুইটা আশরফি লইয়া অবশিষ্ট ফিরাইয়া দিলেন-বলিলেন, “পথে অন্নই খাইতে হইৰেআশরাফ খাইতে পারিব না । , একটি কথা বলি, পরিবে কি ?” চঞ্চল বলিলেন, “আমাকে আগুনে কাপ দিতে বলিলেও, আমি এ বিপদ হইতে উদ্ধার হইবার জন্য তাও পারি। কি আণ্ডল করুন ’ মিশ্র । রাণী রাজসিংহকে একখানি পত্র লিখিয়া দিতে পরিবে ? চঞ্চল ভাবিল। বলিল, “আমি বালিকা—পুরস্ত্রী ; র্তাহার কাছে অপরিচিত—কি প্রকারে পত্র লিখি ? কিন্তু আমি তাহার কাছে যে ভিক্ষ চাহিতেছি, তাছাতে লজ্জারই বা স্থান কই ? লিখিব ?” . মিশ্র। আমি লিখাইয়া দিব, ন! আপনি লিখিবে ? ' চ । আপনি বলিয়া দিন । - নিৰ্ম্মল সেখানে আসিয়া দাড়াইয়াছিল । সে বলিল, “ত হইবে না। এ বামুনে বুদ্ধির কাজ নয়-এ মেয়েলি । বুদ্ধির কাজ। আমরা পত্র লিখিব। আপনি প্রস্তুত হইয়া জাম্বন।” r মিঠাকুর চলিয়া গেলেন কিন্তু গৃহে গেলেন না। রাজা রিক্রমসিংহের নিকট দর্শন দিলেন । বলিলেন, “আমি