*; , i - "বেন । মপঞ্চ পরিচ্ছেদ a * ""১৯ দেশপৰ্য্যটনে গমন করিব, মহারাজকে আশীৰ্ব্বাদ করিতে আসিয়াছি।” কি জন্য কোথায় যাইবেন, রাজা তাহ জানিবার ইচ্ছা প্রকাশ করিলেন, কিন্তু ব্রাহ্মণ তাহা কিছুই প্রকাশ করিয়া বলিলেন না। তথাপি তিনি যে উদয়পুৰ পৰ্য্যস্ত যাইবেন তাহা স্বীকার করিলেন । এবং রাণার নিকট পরিচিত হইবার জন্য. একখানি লিপির জন্য পার্থিত হইলেন । রাজাও পত্র দিলেন । অনন্ত মিশ্র রাজার নিকট হইতে পত্র সংগ্ৰহ করিয়া চঞ্চল কুমারীর নিকট পুনরাগমন করিলেন । তভক্ষণ চঞ্চল ও নিৰ্ম্মল, দুইজনে দুই বুদ্ধি একত্র করিয়! একখানি পত্র সমাপন করিয়াছিল। পত্র শেষ করিয়ী রাজনন্দিনী একটী কোঁটা হইতে অপুৰ্ব্ব শোভাবিশিষ্ট মুকুতাবলয় বাহির করিয়৷ বাক্ষণের হস্তে দিয়া বলিলেন, “রাণা পত্র পড়িলে, আমার প্রতিনিধি স্বরূপ আপনি এই রাখি বাধিয়া দিবেন। রাজপুত কুলের যিনি চুড়া তিনি কখন রাজপুতকন্যার প্রেরিত রাখি অগ্রাহ্য
- করিবেন না।”
মিশ্ৰঠাকুর স্বীকৃত হইলেন । রাজকুমারী তাহাকে প্রণাম করিয়া ৰিদায় করিলেন।