পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rg রাজসিংহ । পতি বলিলেন, কাগজে আর কি হইবে -উহা পোড়াইয়া ফের্ম । এই বলিয়া পত্র দুইখানি সে মাণিকলালকে অগ্নিদেবকে সমর্পণ করিবার জন্তু দিল । মাণিকলাল কিছু কিছু লিখিতে পড়িতে জানিত। সে পত্র দুইখানি আদ্যোপান্ত পড়িয়া আনন্দিত হইল। বলিল “এ পত্র নষ্ট করা হইবে না। ইহাতে রোজগার কুইতে পারে ।” “कि ? किं?” इंलिब्रा चाब्र उिन छन cशालायांत्र कब्रिड्रा উঠিল। মাণিকলাল তখন চঞ্চলকুমারীর পত্রের বৃতান্ত তাহদিগকে সবিস্তারে বুঝাইয়া দিল । শুনিয়া চেীরেরা বড় আনদ্ভূিত হইল । w মাণিকলাল বলিল, “দেখ এই পত্র রাণাকে দিলে কিছু পুরস্কার পাইব ।” o ق۔* দলপতি বলিল, “নিৰ্ব্বোধ ! রাণী যখন জিজ্ঞাসা করিৰে তোমরা এ পত্র কোথায় পাইলে তখন কি উত্তর দিবে ? তখন কি বলিবে যে আমরা রাহাজানি করিয়া পাইয়াছি ? রাণার কাছে পুরস্কারের মধ্যে প্রাণদও হইবে । তাহা নহে। এ. পত্র লইয়া গিয়া বাদশাহকে দিব-বাদশাহের কাছে এরূপ সন্ধান দিতে পারিলে অনেক পুরস্কার পাওয়া যায় আমি জানি। জার ইহাতে-” দলপতি কথা সমাপ্ত কৰিতে অবকাশ পাইলেন না। কৰ্ম্ম, সুখে থাকিতে থাকিতে তাহার মন্তক স্বন্ধ হইতে বিচুত হইয় হইয়া ভুঙলে পড়িল ।