গুঞ্জ মুড়িবেন না ’ ।
- kama-s to e * *
অশ্বারোহী পৰ্ব্বতের উপর হইতে দেখিল, চারিজনে একজনকে বধিয়া রাখিয়া চলিয়া গেল । আগে কি হইয়াছে, তাহা সে দেখে নাই, তখন সে পৌঁছে নাই। অশ্বারোহী নিঃশব্দে লক্ষ্য করিতে লাগিল উহার কোন্ পথে যায়। তাহারা যখন, নদীর বঁাক ফিরিয়া পৰ্ব্বতান্তরালে অদৃশ্য হইল তখন অশ্বারোহী অশ্ব হইতে নামিল। পরে অশ্বের গায়ে হাত । বুলাইয়া বলিল, “বিজয়! এখানে থাকিও—আমি আসিতেছিকোন শব্দ করিও না ।” অশ্ব স্থির হইয়া লড়াইয়া ৰহিল ; তাহার আরোহী পাদচারে অতি দ্রুতবেগে পৰ্ব্বত হইতে অবতরণ করিলেন । পৰ্ব্বত ষে বড় উচ্চ নহে, তাহ পূর্বেই বলা হইয়াছে। 途 অশ্বারোহী পদব্রজে মিশ্রষ্ঠাকুরের কাছে আসিয়া ভঁাহাক্ষে বন্ধন হইতে মুক্ত করিলেন । মুক্ত করিয়া জিজ্ঞাসা করিলেন, “কি হইয়াছে, অল্প কথায় বলুন ’ মিশ্র বলিলেন, "চারি জনের সঙ্গে আমি একত্রে আসিতেছিলাম। তাহদের চিনি না-পথের আলাপ ; ভাইরা বলে আমরা বণিকৃ । এইখালেমাসিয়া তাহারা মারিয়া ধরিয়া আমার বাহা কিছু ছিল কাড়ির লইম্বা গিয়াছে ।"
- প্রশ্নকৰ্ত্ত। জিজ্ঞাসা করিলেন, “কি কি লইয়। গিয়াছে م- و
ব্রাহ্মণ বলিল, “একগাছি মুক্তার, বাগ্ম দুইটি জাষ্ট্ৰফি, দুইখানি পত্র।”