এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিজ্ঞাপন । ––૧૭ ડ્રિપતિને ની ઉં রাজসিংহ বঙ্গদর্শনে প্রকাশিত হইতে হইতে অসম্পূর্ণ অবস্থাতেই বন্ধ হইয়াছিল। এক্ষণে অল্প পরিবর্তন করিষ্ঠা উহ! পুনমুদ্রিত করা গেল। এক্ষণে গ্রন্থ সম্পূর্ণ। এ অবস্থাতে গ্রন্থ পুনমুদ্রিত করাতে অনেকেই আমার উপর রাগ করবেন। একবার মনে করিয়াছিলাম, এই বিজ্ঞাপনে তাহাদিগের নিকট ক্ষমা প্রার্থনা করিব। কিন্তু দেখিতেছি যাহাতে র্তাহাদের রাগ না হয়, এমন একটা সহজ উপায় আছে। তাহার গ্রন্থখানি না পড়িলেই হইল। ঐবঃ