३*** রাজসিংহ। লাভের আকাঙ্ক্ষায় বিমুগ্ধ হইয়া অকুমনস্ক ছিল-সেই সময়ে রাজপূত অতি সাবধানে পাদবিক্ষেপ করিতে করিতে গুহামধ্যে প্রবেশ করিলেন। দলপতি গুহ্যদ্বারের দিকে পশ্চাৎ ফিরিয়া বসিয়াছিল। প্রবেশ করিয়া রাজপুত দৃঢ়মুষ্টিৱত তরবারি দলপতির মস্তকে আঘাত করিলেন। তাহার হস্তে এত বল ন্ধে এক আঘাতেই মস্তক দ্বিখণ্ড হইয়। ভূতলে পড়িয়া গেল । সেই মুহূর্তেই, দ্বিতীয় একজন স্থ্য, যে দলপতির কাছে বসিয়াছিল, তাহার দিকে ফিরিয়া রাজপুত তাহার মস্তকে এরূপ কঠিন পদাঘাত করিলেন, ষে সে মূৰ্ছিত হইয়া ভূতলে পড়িল। রাজপুত, অস্ত দুইজনের উপর দৃষ্টি করিয়া দেখিলেন, যে একজন গুহাপ্রাস্তে থাকিয়া তাহাকে প্রহার করিবার জগু একখণ্ড বৃহৎ প্রস্তর তুলিতেছে । রাজপুত তাহাকে লক্ষ্য করিয়া পিস্তুল উঠাইলেন ; সে আহত হইয়া ভুত্তলে পড়িয়া তৎক্ষণাৎ প্রাণত্যাগ করিল । অবশিষ্ট মাণিকলাল, বেগতিক দেখিয়া, গুহ্যদ্বারপথে বেগে নিন্ধান্ত হইয়৷ উৰ্বশ্বাসে পলায়ন ৰুরিল । রাজপুতও বেগে তাছার পশ্চাৎ ধাবিত হইয় গুহ। হইতে নিষ্কৃত্তি হইলেন। এই সময়ে রাজপুত যে বর্ষা, বনমধ্যে লুকাইয়া ৰাখিয়াছিলেন, তাহ মাণিকলালের পায়ে ঠেকিল । মাণিকলাল, তৎক্ষণাৎ তাহ তুলিয়া লইয়া, দক্ষিণ হস্তে ধারণ বান্ধী রাজপুতের দিকে ফিরিয়া দাড়াইল। তাহাকে লক্ষ্য কৱিৰা বলিল মহাযুক্ত আমি আপনাকে চিনি। স্কাৰ হষ্টল, দহিলে এই বর্ষায় বিদ্ধ কাল্পর্ব।" . so রূকুত হাসিয়া বললেন, “তুমি দি আমাকে বর্ষ মারিতে পারিড়ে, তাহা হইলে, আমি উহা বামহস্তে ধরিতাম। কিন্তু
পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
