পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ । S){ ক্ষত্রির কুলোভবা-কি প্রকারে তাহাদেৱ দাসী হইৰ ? রাজহংসী হইয়া কেমন করিয়া বকসহচরী হইর ? হিমালয়নঙ্গিনী হইয়া কি প্রকারে পঙ্কিল তড়াগে মিশাইব ? রাজপুতকুমারী হইয়া কি প্রকারে ভুরকী বৰ্ব্বরের আজ্ঞাকারিণী হইব ? আমি স্থির করিয়াছি, এ বিবাহের অগ্ৰে বিষভোজনে প্রাণত্যাগ করিব । মহারাজাধিরাজ ! আমাকে অহঙ্কত মনে করিবেন না । আমি জানি যে আমি ক্ষুদ্র ভূম্যাধিকারির কন্যা-যোধপুর, জম্বর প্রভৃতি ফোর্সও প্রতাপশালী রাজাধিরাজগণও দিল্লীর বাঙ্গশাহকে কন্যাদান করা কলঙ্ক মনে করেন না-কলঙ্ক মঙ্গল করা দূরে থাক, বরং গৌরব মনে করেন । অামি সে সব ঘরের কাছে কোন ছার ? অামার এ অহঙ্কার কেন ? এ কথা । আপনি জিজ্ঞাসা করিতে পারেন । কিন্তু মহারাজ ! সূৰ্য্যদেব, অস্তে খেলে খদ্যোত কি জলে না ? শিশিরভৱে নলিনী মুজিত হইলে, ক্ষুদ্র কুন্দ কুহুম কি বিকশিত হয় না ? যোধপুর অম্বর কুলধ্বংস করিলে রূপনগরে কি কুলুরক্ষণ হইতে পারে না ? মহারাজ, ভটিমুখে শুনিয়াছি, যে, বনবাসী রাণ প্রতাপের সহিত মহারাজা মানসিংহ ভোজন করিতে অসিলে, মহারাণী ভোজন করেন নাই বলিয়ছিলেন, যে তুর্ককে ভগিনী দিয়াছে, অহাবু সহিত ভোজন করিব না। সেই মহাবীরের বংশধৱকে ৰুি জামায় বুঝাইতে হইবে যে এই সম্বন্ধ, রাজপুতকুলকামিনীর

  • um هنم 象 পক্ষে ইহলোক পরলোকে লালদী মহারাজ ! আবিষ্ণু আপনার বংশে তুর্ক বিবাহ করিতে পারিলম কেন ? egাপনার বীর্যবান মহাবলাক্রাভ বংশ বটে, কিন্তু তাই বলিয়া ।