পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీః রাঞ্জসিংহ । নহে। মহাবল পরাক্রান্ত রুমের বাদশাহ কিম্বা পারস্যের শাহ দিল্লীর বাদশাহকে কল্যাদান গৌরব মনে করেন । তবে উদপুরেশ্বর কেবল তাহাকে কন্যাদান করেন না কেন ? তিনি রাজপুত বলিয়। আমিও সেই রাজপুত। মহারাজ। প্রাণত্যাগ করিব তবু কুল রাখিব প্রতিজ্ঞা করিয়াছি । প্রয়োজন হইলে প্রাণবিসর্জন করিব, প্রতিজ্ঞা করিয়াছি, কিন্তু তথাপি এই অষ্টাদশ বৎসর বয়সে, এ অভিনব জীবন রাধিতে বাসনা হয় । কিন্তু কে এ বিপদে এ জীবন রক্ষণ করিবে ? অামার পিতার ত কথাই নাই, তাহার এমন কি BBB L BB DBBBB BBD BBBB BBB S DD BB BBS পুত রাজা, ছোট হউন, বড় হউন, সকলেই বাদশাহের ভৃত্য সকলেই বাদশাহের ভয়ে কম্পিত্তকলেবর। কেবল আপনি-- রাজপুতকুলের এক প্রদীপ—কেবল আপনিই স্বাধীন— কেবল উদয়পুরেশ্বরই বাদশাহের সমকক্ষ । হিন্দুকুলে আর কেহ নাই—যে এই বিপন্ন ৰালিকাকে রক্ষা করে-আমি আপনার স্বৰণ লইলাম-আপনি কি আমাকে রক্ষা করি-. বেন না ? - • কত বড় গুরুতর কাৰ্য্যে আমি আপনাকে অনুরোধ করিতেছি, তাহ আমি না জানি, এমন্ত্ৰ মহে । আমি কেবল "বাপকাবুদ্ধির বশীভূত হইয়া লিখিতেছি এমত নহে। দিল্লী: শ্বরে সহিত বিৰাজ,সহজ নহে জানি। এ পৃথিবীতে আর কেহই নাই, যে তাহার সঙ্গে-পূর্ববাদ করিয়া তিষ্ঠিতে পারে। কিন্তু মল্লারাজ। মনে করিয়া দেখুন, মহারাণ সংগ্রাম সিংহ বাকশাহীকে প্রায় রাজ্যচ্যুত কৰিয়াছিলেনৃ। মহারাধী প্রতাপ