পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

зе রাজসিংহ । বাহারা উহার পশ্চাদ্ধাবিত হইয়াছিল তাহাৱা বলিল; “মহারাজ সে ব্যক্তি পলাইয়াছে।” রাণী । শীঘ্র তাহার সন্ধান করিয়া লইয়া আইল । ভূতগণ তখন সবিশেষ কথা বুঝাইয়া নিবেদন করিল, ৰে জামরা অনেক সন্ধান করিয়াছি, কিন্তু পাই নাই । অশ্বারোহিগণ মধ্যে রাগার.পুত্রদ্বয়, তাহার জ্ঞাতি ও অমাতাৰঙ্গপ্রভৃতি ছিল । রাজা পুত্রদ্বয় ও অমাত্যবর্গকে নির্জনে লইয়া গিয়া কথাবাৰ্ত্ত বলিলেন । পরে ফিরিয়া আসিয়া আর সঙ্কলকে বলিলেন, -

  • “প্রিয়জনবর্গ ! আজি অধিক বেলা হইয়াছে ; তোমাদিগের সকলের ক্ষুধাতৃষ্ণ পাইয়াছে সন্দেহ নাই। কিন্তু আজ উদয়পুরে গিয়া ক্ষুধাতৃষ্ণ নিবারণ করা, আমাদিগের অদৃষ্টে লাই। এই পাৰ্ব্বত্য পথে আবার আমাদিগকে ফিরিয়া বাইতে হইবে । একটি ক্ষুদ্র লড়াই জুটিয়াছে-লড়াইয়ে যাহর সাধ খাকে আমার সঙ্গে আইস—আমি এই পৰ্ব্বত পুনরারোহণ করিব । যাহার সাধ না থাকে উদয়পুরে ফিরিস্থা যাওঁ ৷”

এই বলিয়। রাণী পৰ্ব্বত আরোহণে প্রবৃত্ত হইলেন ; আমনি SDB BBBBS BB BD S DD BB D DD BB S BBD এই শত অশ্বারোহী জাহার পশ্চাতে পৰ্ব্বত আরোহণে প্রত্নত হইল। উপরে উঠিয়া হর হর। হৰ শৰে, রূপনগরের পথে ধারিত হইল। স্থগুরের আধাতে অধিতাকা ৰােৱতৰ প্ৰতিধ্বনি হইতে লাগিল । نیا . . . assoon