পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- so রাজসিংহ। সম্ভাবনা নাই । আমি আর সাতদিনের অবসর ভিক্ষ কৰি-- সাতদিন মোগলসেন এইখানে অবস্থিতি করুক। আর সাতদিন আমি আপনাদিগকে দেখিয়া শুনিয়া জন্মের মত বিদায় इहैव ” , “ , রাজা একটু কঁদিলেন । বলিলেন, “দেখি, সেনাপতিকে অনুরোধ করিব কিন্তু তিনি অপেক্ষা করিবেন কি না বলিতে পারি না ।” জানাইলেন । সেনাপতি ভাবিয়া দেখিলেন, বাদশাহ কোন शबई मिझम्रेिड नििश।। ८नि मांश्-निश्वl cनि नारॆ ८५ এতদিনের মধ্যে ফিরিয়া আসিবে । কিন্তু সাত দিন বিলশ্ব করিতে র্তাহার সাহস হইল না ; ভবিষ্যং বেগমের অনুরোধ একেবারে অগ্রাহা করিতেও পারিলেন না। অার পাঁচদিঙ্গ অবস্থিতি করিতে স্বীকৃত হইলেন । চঞ্চলকুমারীর বড় একটা ভরল জঙ্গিল ল - • এদিকে উদয়পুর হইতে কোন সম্বাদ আসিল না— মিশ্ৰঠাকুর ফিরিলেন না। তখন চঞ্চলকুমারী উৰ্দ্ধমুখে, যুক্তক্ষরে বলিল, “হে অনাখনাথ জেবাদিদেব ! অবলাকে বধ কুরিও না t” . তৃতীয় রজনীতে নিৰ্ম্মল জাসিয়া তাহার কাছে শয়ন কৰিল । সমস্ত বারি দুইজনে দুইজনকে বৃক্ষে রাখিয়া রোন করিয়া কাটাইল। নিৰ্ম্মল বলিল, “আমি তোমার সঙ্গে ৰাইব ।” ৰালি,ঘরিয়া সে এই কথাই বলিতেছিল। চঞ্চল বলিল, “ভূমি আমার সঙ্গে কোথায় ঘাইৰে ? আমি{ারিতে যাইতেছি।”