so - - রাজসিংহ । কাট ভাঙ্কিয়া আনিল—তন্থদ্বারা দুইটি চিত রচনা করিয়া দুইটি মৃতদেহ তদুপরি স্থাপন করিল। গুহা হইতে প্রস্তর ও লৌহ বাহির করিয়া অগ্ন্যুৎপাদনপূর্বক চিতায় আগুন দিল । এইরূপ সঙ্গীদিগের অস্তিমকাৰ্য্য করিয়া সে স্থান হইতে চলিয়া গেল । পরে মনে করিল যে, যে ব্রাহ্মণকে পীড়ন করিয়াছিলাম, তাহার কি অবস্থা হইয়াছে, দেখিয়া আসি । যেখানে অনস্তু মিশ্রকে বাধিয়া রাখিয়াছিল, সেখানে আসিয়া দেখিল যে, সেখানে ব্রাহ্মণ নাই। দেখিল, স্বচ্ছসলিলা পাৰ্ব্বত্য নদীর জল একটু ময়লা হইয়াছে—এবং অনেক স্থানে বৃক্ষশাখা, লতা গুঞ্জ তৃণাদি ছিন্ন ভিন্ন হইয়াছে । এই সকল চিহ্নে মাণিকলাল মনে করিল যে, এখানে বোধ হয় অনেক লোক আসিয়াছিল । তার পর ফেখিল, পাহাড়ের প্রস্তরময় অঙ্গেও কতকগুলি অশ্বের পদচিহ্ন লক্ষ্য করা যায়—বিশেষ অশ্বের ক্ষুরে যেখানে লতা গুল্ম কাটিয়া গিয়াছে, সেখানে অৰ্দ্ধ গোলাকৃত চিন্তু সকল স্পষ্ট। মাণিকলল মনোযোগপূৰ্ব্বৰু বহুক্ষণ ধরিয়া নিরীক্ষণ করিয়া বুৰিল ষে এখানে অনেকগুলি অশ্বারোহী জাঙ্গিন্নাছিল। ' চতুর মানিকলাল তাহার পর দেখিতে লাগিল অশ্বারোহিগণ কোনদিক্ হইতে আসিয়াছে—কোনদিকে গিয়াছে। দেখিল কতকগুলি চিহ্লের সম্মুখ দক্ষিণে-কতকগুলির সম্মুখ উত্তরে। কণ্ঠকদূর মাত্র দক্ষিণ গিয়া চিন্তু সকল আবার উত্তরমুখ-হুই, স্বাছে । ইহাতে বুঝিল অশ্বারোহিগণ উত্তর হইতে এই পৰ্য্যম্ভ স্বায়া আবার উত্তরাংশে প্ৰভাৱন করিয়াছে। । টুসকল সিদ্ধাস্ত করিয়া মাধিকলাল গৃহে গেল। সে স্থা হইতে মণিকলীল গৃহ দুই তিন লাশ। ভুঞ্জ বন্ধৰ
পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
