পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ । 攀曼 ক্ষরিয়া আহারাদি সমাপনস্তে, কন্যাটিকে ক্রোড়ে লইল । তখন মাণিললাল ঘরে চাবি দিয়া কন্যা ক্রোড়ে নিষ্কাস্ত হইল। । মাণিকলালের কেহ ছিল না—কেবল এক পিসীর ননদের স্বায়ের খুল্লতাতপুর্তী ছিল । সম্বন্ধ বড় নিকট-“সইয়ের বউয়ের বকুলফুলের—” ইত্যাদি । সৌজন্যবশতই হউক আর মাষ্ট্ৰীয়তার সাধ মিটাইবার জন্যই হউক-মাণিকলাল তাহাকে পিসী বলিয়া ডাকিতেন । মাণিকলাল কন্যা লইয়া সেই পিসীর বাড়ী গেল। ডাকিল, “পিসী গ’ ?” পিসী বলিল, “কি বাছা মাণিকলাল ! কি মনে করিয়া ’ মাণিকলাল বলিল, “আমার এই মেয়েটি রাখিতে পার পিসী ?” পিসী । কতক্ষণের জন্য ? মাণিক । এই দুমাস ছ মাসের জন্য ?. পিসী । সে কি বাছ ? অামি গরীব মামুয--মেয়েকে খাওয়াব কোথা হইতে ? * মাণিক । কেন পিসী মা, তুমি কিসের গরীব ? তুমি কি লাতিনীকে দুমাস খাওয়াতে পার না ? পিসী " সে কি কথা ? ছমাস একটা মেয়ে পুষিতে ৰে oএক-মোহর পড়ে । 歸 মাণিক । জাছা আমি সে এক মোহর দিতেছি—তুমি মেয়েটিকে ছমাস রাধ। আমি উদয়পুরে বাইৰ—সেখানে আমি রাজসরকারে বড় চাকরি পাইয়াছি " " ". এই বলিয়া ষাধিকলাল, রাণার প্রদত্ত দাশরাফির মধ্যে