8b” ब्रtझगि५छ् । গণ অবশ্য দিল্লীর পথে কোথাও লুকাইয়া আছে। প্রথমতঃ কিছুদূৰ পৰ্যন্ত মাণিকলাল রাজপুতসেনার কোন চিন্তু পাইল ল। পরে একস্থানে দেখিল, পথ অতি সঙ্কীর্ণ হইয়া আসিল । দুই পার্শ্বে দুইটি পাহাড় উঠিয়া, প্রায় অৰ্দ্ধক্রোশ সমাস্তৱাল হইয়া চলিয়াছে—মধ্যে কেবল সঙ্গীর্ণ পথ। দক্ষিণদিকে পৰ্ব্বত অতি উচ্চ—এবং দুরারোহণীয়--তাহার শিখরদেশ প্রায় পথের উপর ঝুলিয়া পড়িয়াছে। বামদিকে পৰ্ব্বত, অতি ধীরে ধীরে উঠিয়াছে। আরোহণের সুবিধা, এবং পৰ্ব্বতও ’ অনুচ্চ। একস্থানে ঐ বামদিকে একটি রন্থ, বাহির হইয়াছে ভাছ দিয়া একটু স্বল্প পথ আছে । নাপোলিয়ন প্রভৃতি অনেক স্বস্থ্য সুদক্ষ সেনাপতি ছিলেন । রাজা হুইলে লোকে আর দস্থ্য বলে না । মাণিকলাল রাজা মহে-কুতরাং আমরা তাহাকে দ্বস্থা বলিতে বাধা । কিন্তু রাজত্বস্থাদিগের ন্যায় এই ক্ষুদ্র দস্থ্যরও সেনাপতির চক্ষু ছিল। পৰ্ব্বস্তনিরুদ্ধ সঙ্কীর্ণপথ দেখিয়া সে মনে করিল, রাণ বমি জাসিয়া থাকেন তৰে এইখানেই আছেন। যখন মোগল । সৈন্য এই সঙ্কীর্ণ পথ দিয়া যাইৰে এই পৰ্ব্বতশিখর হইতে রাজপুত অশ্ব ৰঞ্জের ন্যায় তাহাদিগের মস্তকে পত্তিতে পরিবে । ৰক্ষিণদিকের পর্যাত হুরারোহণীয় ; অশ্বাঙ্গাছিগণের আরোহণ ও "ৰক্তরণের অনুপযুদ্ধ, অতএব সেখানে রাজপুত্রসেন এাঙ্কিৰেঞ্জ-কিক বামের পর্বত হইতে তাহাদিগের অবতরণের বড় স্থখ নাশিকলাল তদুপরি তাঁরাহণ করিল। তৰৰ । "సిis is a · ষ্ট্রীয় কোথাও.ৰছিকে দেখিতে পাইল না। মন
পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
