পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 রাজসিংহ । মাণিকলাল তখন দোয়াত, কলম, কাগজ চাহিল, দাসী তাহা নিকটস্থ বেণিয়ার দোকান হইতে আনিয়া দিল । পানওয়ালীর সঙ্গে পরামর্শ করিয়া এই পত্র লিখিল,— “হে প্রাণনাথ! তুমি যখন নগরভ্রমণে আসিয়াছিলে, মামি তোমাকে দেখিয়া অতিশয় মুগ্ধ হইয়াছিলাম। তোমার একবার দেখা না পাইলে আমার প্রাণ যাইবে । শুনিতেছি তোমরা কাল চলিয়া যাইবে—অতএব আজ একবার অবশ্য । অবশ্য আমায় দেখা দিবে। নহিলে আমি গলায় ছুরি দিৰ । যে পত্র লইয়া যাইতেছে—তাহার সঙ্গে আসিও—সে পথ দেখাইয়া লইয়া আসিবে ।” পত্র লেখা হইলে মাণিকলাল শিরোনামা দিল, “মহম্মদ श्रृं; t” - পালওয়ালী জিজ্ঞাসা করিল “কে ও ব্যক্তি ?” মা। একজন মোগল সওয়ার। স্বাস্তলিক, মাণিকলাল মোগলদিগের মধ্যে একজনকেও চিনিত ন; কাহারও নাম জানে না । সে মনে ভাবিল, দুই হাজার মোগলের মধ্যে অবশু একজন মহম্মদ আছেই জাছে—আর সকল মোগলই “খ” । অতএব সাহস করিয়া ". झ ०: লিখিল ; পল্ল লেখা হুইঙ্গে মাণিকলাল বলিল, "তাহাকে এইখানে আনিব ।” পানধুয়নী বলিল, "এ ঘরে হইরে না। আর একটা ঘর ভুড়য়াইতে হইবে ।” তথ্যই দুইজনে বাজারে গিয়া আর.একটা ঘর লইল । শ্যনওয়ালী মোগলের অভ্যর্থনাজন্ত তাঙ্ক'সজ্জিতকরন্থে প্রস্বত 齡1