পঞ্চদশ পরিচ্ছেদ । t( , নিকটস্থ সৈনিকেরা দেখিল যে প্রাণ বাচাইবার এই এক পথ, তখন, আর একজন অশ্বারোহী মাণিকলালের পশ্চাৎ পশ্চাৎ সেই পথে প্রবেশ করিতে গেল। সেই সময়ে উপর হইতে একটা অতি বৃহৎ শিলাখণ্ড গড়াইতে গড়াইতে, শবা পাৰ্ব্বত্য প্রদেশ কঁপাইতে কাপাইতে আসিয়া সেই রন্ধ মুখে পড়িয়া স্থিতিলাভ করিল। তাহার চাপে দ্বিতীয় অশ্বারোহী অশ্বসমেত চূর্ণ হইয়া গেল। রন্ধ মুখ একেবারে বন্ধ হইয়া গেল। আর কেহ সে পথে প্রবেশ করিতে পারিল না ।" এক মাণিকলাল শিবিকাসঙ্গে ষথেসিত পথে চলিল । সেনাপতি হাসান আলি খী মনসবদার, তখন সুৈন্যের সৰ্ব্বপশ্চাতে ছিলেন । প্রবেশপথমুখে স্বয়ং দাড়াইয়া সঙ্কীর্ণ স্বারে সেনার প্রবেশের তত্ত্বাবধারণ করিতেছিলেন। পরে সমুদয় সেনা প্রবিষ্ট হুইলে স্বয়ং ধীরে ধীরে সর্বপশ্চাতে আসিতেছিলেন। দেখিলেন, সহসা সৈনিকশ্রেণী মহাগোলযোগ করিয়া পাছু হঠিতেছে। কারণ জিজ্ঞাসা করিলে কেহ কিছু ভাল বুঝাইয়া বলিতে পারে না। তখন সৈনিকগণকে ভৎসিনা করিয়া ফিরাইতে লাগিলেন-এবং স্বয়ং সৰ্ব্বগ্রগামী হইয়া ব্যাপার কি দেখিতে চলিলেন । , f কিন্তু ততক্ষণ সেনা থাকে না। পূৰ্ব্বেই কথিত হইয়াছে বে এই পৰ্ব্বতের দক্ষিণপার্শ্বস্থ পৰ্ব্বত অতি উচ্চ এবং ভূরারোহনীয়-তাহার শিখরদেশ প্রায় পথের উপর বুলিয়া পড়িয়া পথ অন্ধকার করিয়াছে রাজপুতেরা তাহার প্রদেশাত্তরে অনুসন্ধান করিয়া পথ বাহির করিয়া, পঞ্চাশজন তাহী উপয় উঠিয়া অমৃতভাবে বস্থান করিতেছিল। এক এক জন অপ,
পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
