পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ পরিচ্ছেদ । టన বিলম্ব হইল না। কিন্তু পৰ্ব্বতশিখরে উঠিয়া দেখিল যে, কেহ ত পৰ্ব্বতোপরে নাই। যে রন্ধ পথমধ্যে প্রবেশ করিয়া তিনি নিজে পরাভূত হইয়া ফিরিয়া আসিয়াছিলেন, এখন মবারক বুঝিলেন যে, সমুদায় দ্যু-মবারকের বিবেচনায় তাহার রাজপুত দস্থ্যভিন্ন আর কিছুই নহে-সমুদায় দহু সেই রন্ধ পথে আছে। তাহার দ্বিতীয় মুখ রোধ করিয়া তাহাদিগের বিনাশসাধন করিবেন, মবারক এইরূপ মনে মনে স্থির করিলেন । হাসান আলি আর মুখে কামান পাতিয়া বসিয়া আছেন। এই ভাবিয়া, তিনি সেই রন্ধের ধারে ধারে সৈন্য লইয়া চলিলেন। ক্রমে পথ প্রশস্ত হইয়। আসিল; ভুখন মবারক পাহাড়ের ধারে আসিয়া দেখিলেন-চল্লিশজনের অনধিক রাজপুত, শিবিকাসঙ্গে রুধিরাক্ত কলেবরে সেই পথে চলিতেছে। মবারক বুঝিলেন ষে জৰশ্য ইহার নির্গমপথ জনে ; ইহাদের উপর দৃষ্টি রাখিয়া ধীরে ধীরে চলিলে, রন্ধ, দ্বারে উপস্থিত হইৰ। তাহ হইলে যেরূপ পথে রাজপুভেৱ। পৰ্ব্বত হইতে নামিয়াছিল সেইরূপ অন্য পথ দেখিতে পাইব। রাজপুতেরা যে আগে উপরে ছিল পরে নামিয়াছে তাহার সহস্ৰ চিছু দেখা যাইতেছিল। মবারক সেইরূপ করিড়ে লাগিলেন । কিছু পরে দেখিলেন, পাহাড় ঢালু হইয়া জাসিতেছে, সম্মুখে নিগমের পথ। আবারক অশ্ব সকল তীরত্নেগে চালাইয় পৰ্ব্বততলে মামিয় রন্ধ মুখ বন্ধ করিলেন। রাজপুরে রন্ধের বাক ফিরিয়৷ ঘাইতেছিল-হুতরাং জাহার আগে রন্ধ মুখে পৌঁছিতে পারিল না। মোগলের পথরোধ · করিয়া রন্থ মুখে কামাল বসাইল ; এবং আগতপ্রায় রাজপুত