१९ a রাজসিংহ । রাণী বলিলেন, “দেখ, দোলা খালি কি না ?” - সৈনিক বলিল, “দোলা খালি। কুমারী জী মহারাজের সামনে।” চঞ্চলকুমারী তখন রাজসিংহকে প্রণাম করিলেন। রাণী জিজ্ঞাসা করিলেন, “রাজকুমারি—আপনি এখানে কেন ?" চঞ্চল বলিলেন, “মহারাজ ! আপনাকে প্রণাম করিতে আসিয়াছি। প্রণাম করিয়াছি-এখন একটি ভিক্ষ চাহি। আমি মুখরা-স্ত্রীলোকের শোভা যে লজ্জা তাহা অামাতে নাই, ক্ষমা করিবেন । ভিক্ষ যাহা চাহি-তাহাতে নৈরাশ করিবেন না।" - চঞ্চলকুমারী হাস্য ত্যাগ করিয়া, ষোড়হাত করিয়া কাতর স্বরে এই কথা বলিলেন। রাজসিংহ বলিলেন, “তোমারই জন্য এতদূর জাসিয়াছি-তোমাকে অদেয় কিছুই নাই- কি চাও, রূপনগরের কনো ?” চঞ্চলকুমারী আবার ষোড়হাত করিয়া বলিল, “আমি চঞ্চলমতি বালিকা বলিয়া আপনাকে আসিতে লিবিয়ছিলাম ; কিন্তু আমি নিজের মন আপনি বুঝিতে পারি নাই। আমি এখন মোগলসম্রাটের ঐশ্বৰ্য্যের কথা শুনিয়া, বড় মুগ্ধ হইয়াছি। জাপনি অনুমতি করুন-আমি দিল্লী যাইব ।” 1y রাজসিংহ বিস্মিত ও বিরক্ত হইলেন। বলিলেন, “তোমার দিল্লী থাইতে হয় যাও—আমার, আপত্তি নাই-স্ত্রীলোক , ੇ স্বস্থিরচিত্ত। কিন্তু আপাতত তুমি যাইতে পাইবে না। যদি এখন তোমাকে ছাড়িয়া দিই, মোগল মনে করি বে
পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
