পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

as রাজসিংহ। গাধ্য ? এজন্য কেহ তাহার গতিরোধ করিতে পারিল লা৯ হাবিতে হাসিতে, হেলিডে জুলিতে, সেই স্বর্ণমুক্তাৰত্নী প্রতিম! রঞ্ছ মুখে চলিয়া গেল । একাকিনী চঞ্চলকুমারী সেই প্রজ্জ্বলিত বহ্নিতুলা রুষ্ট, সশস্ত্র পঞ্চশত মোগল অশ্বারোহীর সম্মুখে গিয়া দাড়াইলেনযেখানে লেই পথরোধকারী কামান-মনুষ্যনিৰ্ম্মিত বজ্র, অগ্নি উদগীর্ণ করিবার জন্য স্থা করিয়! অাছে—তাহার সম্মুখে, রত্নমত্তিঙ্গ লোকাতীত স্থঙ্করী দাড়াইল । দেখিয়া বিস্থিত মোগলসেনা মনে করিল-পৰ্ব্বতনিবাসিনী পরি আসিয়াছে । .মনুষ্যভাষায় কথা কহিয়া চঞ্চলকুমারী সে ভ্রম ভাঙ্গিল – বলিল “এ সেনার সেনাপতি কে ?” স্বায়ক স্বয়ং রন্ধু মুখে রাজপুতগণের প্রতীক্ষা করিতেছিলেন--তিনি বলিলেন, "ইহার এখন অধমের অধীন । আপনি কে ?” চঞ্চলকুমারী রিলেন, “আমি সামান্য স্ত্রী । আপনার কাছে কিছু ভিক্ষণ আছে-- মুদি অন্তরাণে গুমেন, তবেই বলিতে পারি ” মেয়ারক বললেন, “তবে রন্ধ মধ্যে ভাণ্ড ইউন।” চঞ্চলকুমারী রন্ধু মধ্যে অগ্রসর হইলেন—মবারক পশ্চাৎ পশ্চাৎ গেলেন । • ৰেখাৰে কথা অঙ্কে শুনিতে পায়ুন। এমতস্থালে আসিয়া চঞ্চলকুমারী বলিতে লাগিলেন, “জমি রূপনগরের রাজকন্তুী। বাদশাহ জামাকে বিবাহ কৰি খভিলাষে আমাকে সইতে এই সেন্ম পঠাইয়াছেনএকথা বিশ্বাস করেন,কি?” w