পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ পরিচ্ছেদ । ૧ઃ. মারক । আপনাকে দেখিয়াই সে বিশ্বাস হয়। চঞ্চল। আমি মোগলকে বিবাহ করিতে অনিচ্ছকধৰ্ম্মে পতিত হইব মনে করি । কিন্তু পিতা ক্ষীণবল--তিনি আমাকে আপনাদিগের সঙ্গে পাঠাইয়াছেন।-ৰ্তাহ হইতে কোন ভরসা নাই বলিয়া আমি রাজসিংহের কাছে দূত প্রেরণ করিয়াছিলাম-আমার কপালক্রমে তিনি পঞ্চাশজন মাত্র শিপাহী লইয়া আসিয়াছেন–র্তাহীদের বলবীৰ্য্য ভ দেখিলেন ? মবারক চমকিয়া উঠিয়া বলিলেন, “সে কি-পঞ্চাশন শিপাহী এক সহস্ৰ মোগল মরিল ?” চঞ্চল। বিচিত্র নহে—হলদীঘাটে ঐ রকম কি একটা হইয়াছিল শুনিয়াছি। কিন্তু সে বাহাই হউক-রাজসিংহ এঙ্কণে আপনার নিকট পরাস্ত। র্তাহাকে পরাস্তু দেখিয়াই আমি আসিয়া ধরা দিতেছি। জামাকে দিল্লী লইয়া চলুন-মুদ্ধে তার প্রয়োজন নাই। 令 মবারক বলিল, “বুৰিয়াছি নিজের সুখ বলি দিয়া, জাপনি রাজপুতের প্রাণরক্ষণ ক্ষরিতে চাহেন। তাঁহাদেরও কি সেই हैझा ?” - চ। সেও কি সস্তুবে ? অামাকে আপনার লইয়া চলিলেও তাহারা যুদ্ধ ছাড়িবে না। আমার অনুরোধ, জামাই সক্ষে একমত হইয়া অপিন্তি তাহাজের প্রাণরক্ষণ করুন । • * श्र ।* छाश नाहि । • क्रुि कशब *७ बदनं क्एिउ श्री । জামি তাহাজের বন্দী কবি।. • , 'চ। সব পরিবেন-সেইটা পরিবেন না। স্ট্রাইগি প্রাণে মারিতে পরিবৃেন কিন্তু বধিতে পারবেন না । হাল্প