ষোড়শ পায়চ্ছেদ । १पूँ* স্থাছে—আমি মোগলসেনাপতি হইয়া কি প্রকারে উহাদের ক্ষমা করি ?” চ। ক্ষমা করিয়া কাজ নাই—যুদ্ধ করুন। এই সময়ে রাজপুতগণ লইয়া রাজসিংহ সেইখানে উপস্থিত -হইলেন—তখন চঞ্চলকুমারী বলিতে লাগিলেন, “যুদ্ধ করুন— ব্ৰাজপুতের মেয়েরাও মরিতে জানে।” মোগলসেনাগতির সঙ্গে লজ্জাহীন চঞ্চল কি কথা কহিতেছে শুনিবার জন্ত রাজসিংহ এই সময়ে চঞ্চলের পার্শ্বে আসিয়া দঁাড়াইলেন। চঞ্চল তখন তাহার কাছে হাত পাতিয়া হাসিয়া বলিলেন, “মহারাজাধিরাজ ! আপনার কোমরে ষে তরবারি দুলিতেছে, রাজপ্রসাদ স্বরূপ দাসীকে উহ। জিতে আজ্ঞা হউক ৷” রাজসিংহ হাসিয়া বলিলেন, “বুৰিয়াছি তুমি সত্য সত্যই ভৈরবী " এই বলিয়া রাজসিংহ কট হইতে অসি নির্ভুক্ত করিয়া চঞ্চলকুমারীর হাতে দিলেন। চঞ্চল অলি ঘুরাইয় মবারকের সম্মুখে ভুলিয়া ধরিয়া বলিল, • “তবে যুদ্ধ করুন। রাজপুতের যুদ্ধ করিতে জানে। আর রাজপুতানার স্ত্রীলোকেরাও যুদ্ধ করিতে জানে। ধ। সাহেব ! আগে আমার সঙ্গে যুদ্ধ করুন। স্ত্রীহত্য হইলে, আপনার বাদসাহের গৌরব বাড়িতে পারে।” . শুনিয়া, মোগল স্ট্রযং হাসিল , চঞ্চলকুমারীর কৰায় কোন উত্তর করিল না । কেবল রাজসিংহের মুখপানে চাহিয়া ੇਸ਼ “উদয়পুরের বীরেরা কত দিন হইতে স্ত্রীলোকের বাছবলে রক্ষিত ?”
পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
