পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brs রাজসিংহ । হই। মহারাজ জার কিছু সেন সংগ্ৰহ করিয়া লইয়। আসুন। স্বস্থ্যর সংখ্যায় প্রায় পাঁচহাজার। আরও কিছু সেনাবল ব্যতীত মঙ্গলের সম্ভাবনা নাই ।” স্কুলবুদ্ধি রাজা তাহতেই সশ্বস্তু হটলেন । সহস্র সৈনিক লইয়া মাণিকলাল জ গ্রসর হুইল ; স্নাজ অারও সৈন্যসংগ্রহের চেষ্টার গড়ে রছিলেন । নাণিক সেই রূপনগরের সেনা লইয়f যুদ্ধক্ষেত্রাভিমুখে চলিল । পথে যাইতে যাইতে মাণিকলাল একটি ছোট রকম লাভ করিয়া চলিল। পথের ধীরে একটি বৃক্ষের ছায়ায় একটি স্ত্রীবেক পড়িয়া আছে-বোধ হয় যেন পীড়িত। অশ্বারোহী সৈন্য প্রধাবিত দেখিয়া সে উঠিয়া বসিল-দাঙ্গটার চেষ্টা করিল—বোধ হয় পলাইবার ইচ্ছা, কিন্তু পারিল না । বল নাই । ইহা দেখিয়া মাণিকলাল ঘোড়া হইতে নামিয়া তাহার निकर्पो cन्नन् । नििम्ला ८नथिन, तौरलोक िअश्रिङ्ग शूनद्वैौ । জিজ্ঞাসা করিল, “ তুমি কে গ৷ এখানে এপ্রকারে পড়িয়া আছ ?” ৰুদ্বতী জিজ্ঞাসা করিল, “আপনারা কাহার ফোঁজ ?” মাৰিলাল বলিল, “আমি রাখা রাজসিংহের ভূভ্য ” যুবতী খলিল, আমি রূপনগরের রাজকুমারীর দ্বাণী ।” মোণিক। তবে এখানে এ অবস্থার কেন ? যুবতী । রাজকুমারীকে দিল্লী লই যাইতেছে । আমি সঙ্গে যাইতে চাহিয়াছিলাম, কিন্তু তিনি জামাকে সঙ্গে যুঃ বাইষ্ঠে রাজি হয়েন নাই। ফেলিয়া জালিয়াছেন । জাষ্টি তাইটিা ভাংৰি কাছে বাইজেছিলাম।