পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সপ্তদশ পরিচ্ছেদ।
৮৩

 মাণিকলাল বলিল, “তাই পথভ্রান্ত হইয়া পড়িয়া আছ?”

 নির্ম্মল কুমারী বলিল, “অনেক পথ হাঁটিয়াছি—আর পারিতেছি না।”

 পথ এমন বেশী নয়—তবে নির্ম্মল কখন পথ হাঁটে নাই তার পক্ষে অনেক বটে।

 মাণিক। তবে এখন কি করিবে?

 নির্ম্মল। কি করিব—এইখানে মরিব।

 মাণিক। ছি। মরিবে কেন? রাজকুমারীর কাছে চল না কেন?

 নি। যাইব কি প্রকারে? হাঁটিতে পারিতেছি না, দেখিতেছ না।

 মাণিক। কেন ঘোড়ায় চল না?

 নির্ম্মল হাসিল। বলিল, “ঘোড়ায়?”

 মাণিক। ঘোড়ায়। ক্ষতি কি?

 নির্ম্মল। আমি কি শিপাহী?

 মাণিক। হও না।

 নির্ম্মল। আপত্তি নাই। তবে একটা প্রতিবন্ধক আছে— ঘোড়ায় চড়িতে জানি না।

 মাণিক। তার জন্য কি আটকায়। আমার ঘোড়ার চড় না?

 নি। তোমার ঘোঁড়া কলের? না মাটীর?

 মাণিক। আমি ধরিয়া থাকিব।

 নির্ম্মল, লজ্জারহিতা হইয়া রসিকতা করিতেছিল—এবার মুখ ফিরাইল। তারপর ভ্রূকুটি করিল; রাগ করিয়া বলিল,