পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brö রাঞ্জলিংহ । মাণিকলালের আজ্ঞায় একেবারে হাজার বলুকের শুদ্ধ হইল । - মবারক ফিরিয়া দেখিলেন, কোথা হইতে সহস্ৰ অশ্বারোহী আসিয়া তাহাকে পশ্চাৎ হইতে আক্রমণ করিতেছে । মোগলের ভীত হইয়া আর যুদ্ধ করিল না। যে যেদিকে পারিল সে সেইদিকে পলায়ন করিল। মবারক পারিল না । তখন রাজপুতেরা “মাতাজী কি জয় !” বলিয়া তাহাদের পশ্চাদ্ধাবিত হইল । মবারকের সেনা ছিন্ন ভিন্ন হইয়া"পৰ্ব্বতারোহণ করিয়া পলটুন করিতে লাগিল, রূপনগরের সেনা তাহাদিগের পশ্চাদ্ধাৰিত হইয়া পৰ্ব্বতারোহণ করিতে লাগিল । এই অবসরে মাণিকলাল বিস্মিত রাজসিংহের নিকট উপস্থিত হইয়। প্রণাম করিল। রাণ জিজ্ঞাসা করিলেন, “কি এ কাণ্ড মাণিকলাল ? কিছুই বুঝিতে পারিতেছি না। তুমি কিছু জান ?” . মাণিকলাল হাসিয়া বলিল, “জানি। যখন আমি দেখিলাম , ষে মহারাজ রন্ধ পথে নামিয়াছেন, তখন বুঝিলাম যে সৰ্ব্বনাশ হইয়াছে। প্রভুর রক্ষার্থ আমাকে আবার একটি নূতন জুয়াচুরি করিতে হইয়াছে।” - এই বলিয়া মাণিকলাল যাহা স্বাহ ঘটিয়াছিল, সংক্ষেপে রাগীকে শুনাইল । আপ্যাস্থিত হইয়। রাণ মাণিকলালকে আলিঙ্কন করিয়া বলিলেন, “মা:ি ! তুমি যথার্থ ] তুমি ৰৈ কাৰ্য্য করিয়াছ যদি কখন উদয়পুর ফিরিয়া যাই, ছাহাৰ পুরস্কার করিব। কিন্তু তুমি জামাৰে বড় সাধে ৰঞ্চিত