পাতা:রাজসিংহ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯s রাজসিংহ । ইহার পর বলা বাহুল্য যে নিৰ্ম্মলকুমারী পরিণীত হইয়া স্বামীকর্তৃক উদয়পুরে আনীত এবং রাজপুরী মধ্যে চঞ্চলকুমারীর নিকট প্রেরিত হইলেন । ইহাও বলা বাহুল্য যে চঞ্চলকুমারী উদয়পুরের রাণার রাজমহিষী হইলেন । এবং মাণিকলাল রাজদরবারে সম্মানিত হইয়। উচ্চ পদলাভ করিলেন । র্তাহার কন্যাটি নিৰ্ম্মলকুমারীর জিন্মায় রহিল। পিস" মূরি সঙ্গে আর বড় সম্বন্ধ রহিল না । ঔরঞ্জেব শিশুপালের দশাপ্রাপ্ত হইয়া দেবীরের ক্ষেত্রে রাজসিংহের সঙ্গে যুদ্ধ করিলেন । দেখানেও শিশুপালের স্বশ্বাস্তুর প্রাপ্ত হইয়াছিলেন । সে সকল কথা বলা হইল না ।

أة امم آيَكية اتهم و