পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] করিয়া দিলেন এইমতে সে দুই কুমার নবাব জাদার সহিৎ লেখা পড় করেন একত্তরেতে খেলান ও বেড়ান। আস্থে২ নবাব জাদার সঙ্গে এ তুহার বড়ই এক হৃদত হইল তিনজনে বড়ই প্রিত প্রায় বিচ্ছেদ হইতেন না। একদিন দাউদ কহিলেন ইহারদিগের দুই ভ্রাতাকে আমি যদি বাদসাহ হইব তবে তোমারদিগকে ওজির করিব এই দৃঢ় আমার পন আমার যে কাৰ্য্য হইবেক তাহারি নায়েব তোমারদিগকে করিব ইহার অন্যথা হইতে পরিবেক না। এইমতে বাল্য ক্রীড়া ও লেখা পড়া ইত্যাদি বিদ্যা অভ্যাস করাতে সুখভোগে কালযাপন করিতে ছিলেন। ইহাতে ব্যাপক কালগত হইল। ইতিমধ্যে ছোলেমানের মরণ হইলে বাজিদ তাহার জ্যেষ্ঠপুত্র তিনিই বাদারি কাৰ্য্যে নিযুক্ত হইলেন এতৎকালে ছোলেমানের জামাতা হসে বাজিদকে সংহার করিয়া আপনি এক সপ্তাহ সুবাদার ছিলেন তন্মধ্যে "ছোলেমানের সরদার আমির লুদি নামে একজন দক্ষিণে থাকিত সে আসিয়া তলোয়ারের চোটে হসোকে নিপাত করিয়া ছোলেমানের কনিষ্ঠ পুত্র দাউদকে সুবাদারি আসনে বসাইল। (১n) দাউদ নবাব হইলে এ দুই ভ্রাতাকে খেতাব ও খেলাতেতে সন্ত্রান্ত করিয়া কাৰ্য্য প্রাপ্ত করাইলেন জ্যেষ্ঠ শ্ৰীহরিকে মহারাজা বিক্রমাদিত্য (১১) খেতাব দিয়া সৰ্ব্বাধ্যক্ষ মুক্ষ্য পাত্র কনিষ্ঠ জানকীবল্লভকে রাজা বসন্তরায় খেতাব দিয়া খানসামানির দেওয়ান করিলেন । দুই ভ্রাতাকে দুই প্রধান কাৰ্য্য প্রাপ্ত করিয়া পরমালহাদিত করিলেন। দাউদ মুবাদার হইয়া অতি স্থায়তে প্রজা লোকেরদের স্থায় অন্যায়ের বিচার ও তাহারদের প্রতিপালন অনুগত তোষন বৈরি বিমৰ্দ্দন করণেতে সৰ্ব্বত্রে তাহার সুখ্যাতি ব্যাপক হইল।