পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 58 | “চন্দ্রদ্বীপঃ শিরস্থানং যশোর বাহবস্তথা । উরূ দ্বে বিক্রমপুর; পাদৌ ফথয়বাদকঃ ॥ গুহানি বাজবশ্চৈব অন্তস্থানঞ্চ পুরীষঃ ॥ এতে বঙ্গজভাবাশ্চ কথ্যস্তে কুলভূষণৈঃ ॥” সরকার ফতেয়াবাদ ও বাজুহা হইতে ফতেয়াবাদ ও বাজু সমাজের নামকরণ হইয়াছে। বিক্রমাদিত্যের পূর্বপুরুষেরা সমাজ পরিত্যাগ করিখ স্থানান্তরে বাস করায় মর্য্যাদায় কিঞ্চিৎ হীন হইয়াছিলেন। রাজা বিক্রমাদিত্য ও বসন্তরায় যশোহর সমাজ গঠন করিয়া তাহার সমাজপতি বা গোষ্ঠীপতি হওয়ায় পুনৰ্ব্বার উচ্চ মৰ্য্যাদা লাভ করেন। চন্দ্রদ্বীপ মূল সমাজ হইলেঃ যশোর প্রতিদ্বন্দ্বিতায় তাহার সমকক্ষ হইয়াছিল। (২৬) এখানে রাজকুমার ভূমিষ্ঠ হইলেন।—বস্থ মা শয়ের মতে দাউদের পতনের পর বিক্রমাদিত্য যশোরে আসিয়া স্থায়ীভাবে বাস করেন । তাহার পর প্রতাপাদিত্যের জন্ম হয়। কিন্তু তাহ সমীচীন বলিয়া বোধ হয় না। প্রতাপাদিত্যের জন্ম কোন সময়ে হইয়াছিল তাহাব বিশেষ কোন প্রমাণ নাই। কিন্তু অনুমান দ্বারা স্থির হয় যে, দাউদের পতনের পূৰ্ব্বেই তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন। ১৫৯৯ খৃঃ অব্দে জেসুইট পাদরী ফনসেক প্রতাপাদিত্যের জ্যেষ্ঠপুত্র উদয়াদিত্যকে দ্বাদশবর্ষবস্তু বলিয়া উল্লেখ করিয়াছিলেন। তাহা হইলে ১৫৮৭ খৃঃ অব্দে উদয়াদিত্যের জন্ম হয়। সে সময়ে প্রতাপাদিত্যের বয়স অন্ততঃ ১৮ বৎসর হইলেও ১৫৬৯ খৃঃ অব্দে প্রতাপের জন্ম হয়। আমরা দেখাইয়াছি যে, দাউদ ১৫৭৫ খৃঃ অন্ধে নিহত হন। তাহা হইলে তাহার পতনের পূৰ্ব্বে যে প্রতাপাদিত্যের জন্ম হয় তাহাতে সন্দেহ থাকিতে পারে না। যশোরের ঘটকদিগের মতে প্রতাপাদিত্য ৪৫ বৎসর রাজত্ব করিয়াছিলেন। এই ৪৫ বৎসর সম্ভবতঃ তাহার জন্মকাল হইবে। আমরা মানসিংহদত্ত ভবানন্দ মজুমদারের