পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ನಿd } বেমান ও অন্যান্য ঐতিহাসিক বিবরণ হইতে জানিতে পারি যে, ১৬০৬ পৃ. অব্দে প্রতাপাদিত্যের পতন হয়। তাহ হইলে ৪৫ বৎসর তাহার জন্মকাল হইলে ১৫৬১ খৃঃ অব্দে র্তাহার জন্ম হয়। (২৭) নাম রাখিলেন রাজা প্রতাপাদিত্য-রাজা প্রতাপাদিত্য’ নাম যে অন্নপ্রাশনের সময় হইতে হইয়াছিল এরূপ বোধ হয় না। অন্ততঃ তখন যে রাজা উপাধি যোগ হয় নাই তাহ বোধ হয় সকলেই স্বীকার করবেন। অন্নপ্রাশনের সময় প্রতাপ কি সম্পূর্ণ প্রতাপাদিত্য নাম করা হইয়াছিল তাহা জানিবার উপায় নাই। (২৮) কালী কন্যা ভাবে তাহার গৃহে..পশ্চিমবাহিনী হইলেন-(৯৮ ) টিপ্পনী দেখ। (২৯) পরে তাহার বিবাহ দিলেন-কুলজী গ্রন্থ ইতে জানা যায় যে, প্রতাপাদিত্যের দুই বিবাহ ছিল। প্রথমে জিতামিত্রনাগের কন্যার, পরে গোপাল ঘোষের কস্তার সহিত তাহার বিবাহ হয়। বঙ্গীয় সমাজ ১৫২ পৃষ্ঠা ) বসুমহাশয়ও প্রতাপাদিত্যের রাণীকে নাগঝি বলিয়া উল্লেখ করিয়াছেন । জিতমিত্র নাগ নামে বিক্রমাদিত্যের এক মাতুলও ছিলেন। + যথা—“তন্মাতুলো মহাপ্রাজ্ঞে নাগবংশসমুদ্ভব । জীতমিত্র ইতি খ্যাতে মধ্যল্যত্বেন ভাষিত: ” (৩০) আপনাদের সদর তাহুত দিল্লীতে—আকবর বাদসাহেব সময় আগর মোগল সাম্রাজ্যের রাজধানী ছিল। আকবর দিল্লী বিত্যাগ করিয়া আগরায় রাজধানী স্থাপন করিয়াছিলেন। (৩১) কিন্তু সপবৎ হইয়া থাকিল—বয়মহাশয়ের মতে প্রতাপের আগর যাত্রা হইতেই বসন্তরায়ের প্রতি তাহার বিদ্বেষ উপস্থিত হয়। বসন্তরায় প্রতাপকে পুত্রনিৰ্ব্বিশেষে স্নেহ করিলেও প্রতাপ বসন্তপায়ের প্রতি স্বীয় পিতা বিক্রমাদিত্যের অপরিসীম স্নেহ জানিয়া তাহার