পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ۰ ۰ لا ] যায়, তাহাতে যশোর রাজ্যের পশ্চিম রাজা বসন্তরায়ের ও পূৰ্ব্বভাগ প্রতাপাদিত্যের অংশে পড়িয়ছিল। ভাগীরগীর তীরবর্তী কালীঘাট, বড়িশা বেহালা হইতে আরম্ভ করিয়া ডায়মণ্ডহারবারের অধীন সাহাজাদপুর প্রভৃতি স্থানে অদ্যাপি বসন্তরায়ের কীৰ্ত্তির কিছু কিছু বিদ্যমান আছে। কালীঘাটের প্রাচীন মন্দির, বড়িশাবেহালার রায়গড়, কমলা বিমলা পুষ্করিণী ও সাহাজাদপুরের বসন্তরায়ের গঙ্গাবাসের বাটই তাহার ছয় আনি অংশের গ্রামাণ। এই ছয় আনির মধ্যে চাকসিরি নামে এক স্থান ছিল। কেহ কেহ চাকসিরিকে একটি পরগণা বলিয়াছেন। কিন্তু আইন আকবরীতে চাকসিরি নামে কোন পরগণা দৃষ্ট হয় না। বর্তমান চব্বিশ পরগণা, যশোর বা খুলনা, বরিসাল, নোয়াখালি, ঢাকা, ফরদপুর, নদীয়, হুগলী প্রভৃতি জেলায় চাকসিরি নানে কোন পরগণা নাই। সুতরাং এই চাকসিরি কোথায় ছিল তাহ জানিতে পারা যায় না, এবং ইহা পরগণা কি গ্রাম তাহাও জানা যায় না। এই চাকসিরি সমুদ্রকুলবৰ্ত্তী হওয়ায় প্রতাপাদিত্য তথায় নৌবাহিনী স্থাপনের প্রয়াসী হইয়া বসন্তরায়ের নিকট তাহ প্রার্থনা করেন। যদি তাহাই প্রকৃত হয়, এবং ভাগী রথীর নিকটবর্তী স্থান বসন্ত রায়ের ছয় আনার অন্তভূত হয়, তাহ হইলে এই চাকসিরির সঙ্গে সাগরদ্বীপের কোনও সম্বন্ধ থাকিলেও থাকিতে পারে। কারণ, আমরা জানিতে পারি প্রতাপাদিত্য সাগরদ্বীপকেই আপনার নৌবাহিনীর প্রধান স্থান করিয়াছিলেন, এই জন্য তিনি ইউরোপীয়দিগের first ‘Last King of Sagur Island’ RIIR afsst 5 হইয়া থাকেন। ® Af<;a àirà cûë •iiràifúfa Chandecan or Chandaca. চাকসিরি বসন্ত রায় প্রতাপাদিত্যকে দেন নাই। যখন প্রতাপাদিত্য তাহার প্রার্থনার জন্ত বসন্তরারের নিকট যাইতেন, বসন্ত রায় তখন স্থানান্তরে গমন করতেন, অবোর প্রতাপ সেখানে গেলে বসন্ত রায় অন্ত স্থানে যাইতেন।