পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ כי o גא | exhibit the remains of an old city or town, and the site still goes by the name of Goomghar. Goomghar was the seat of a very powerful Rajah by name Pertab Audit, who was looked on as the greatest sovereign that had ever reigned in Bengal.” (P loo) ধূমঘাটের স্থলেই গুমঘর লিখিত হইয়াছে। ধূমঘাট ও ঈশ্বরীপুর বা যশোর যে পরস্পর সংলগ্ন তাহাতে সন্দেহ নাই । * (৪৪) যশোহর পুরীর বর্ণনা—বস্থ মহাশয় এস্থলে ধূমঘাট ও যশোহর একই নগর স্থির করিয়া তাহার বর্ণনা আরম্ভ করিয়াছেন। তাহার বর্ণনামুযায়ী যশোহর পুরী প্রকৃত কি না বুঝা যায় না। তবে যশোহর বা ধূমঘাট যে একটি বিস্তীর্ণ নগর ছিল সে বিষয়ে সন্দেহ নাই। (৪৫) দ্বারপাল সের আলি খা—সের আলি খাঁ প্রকৃত ঐতিহাসিক ব্যক্তি কিনা জানা যায় না। সে সমযে পাঠানের কার্য্যব্যপদেশে সৰ্ব্বত্রই যাতায়াত করিত। কোন পাঠান যে প্রতাপাদিতের দ্বারপাল নিযুক্ত হইবে ইহা নিতান্ত অসম্ভব নহে। (৪৬) ণোবিন্দদেব—স্বনামখ্যাত প্রসিদ্ধ বিগ্রহ। প্রতাপদিত্য ইহাকে পুরী হইতে আনয়ন করিয়াছিলেন বলিয়া কথিত আছে । স্বগীয় রামগোপাল রায় মহাশয় তৎসম্বন্ধে এইরূপ লিথিয়াছেন – “নীলাচল হ’তে গোবিন্দজীকে আনি । রাখিলেন কীৰ্ত্তিযশ ঘোষয়ে ধরণী ॥ মারহাট্টী সনে তাহে যুদ্ধ বহুতর। কতেক লিখিব সেই লিখিতে বিস্তর ॥ জলেশ্বর পাটনায় হইল সংগ্রাম। ধিনি মহরাষ্ট্ৰীগণে রাখিলেক মন ॥”