পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s , , ) At a distance of about eight or ten rasis from the temple is a big tank about 100 bighas in area, which according to tradition was dug by Maharaja Pratap Aditya. It was a magnificient reservoir at one time, but at present it is overgrown with wids and thorns.” (Ancient Monuments of Bengal P. 148.) সাতক্ষীরা সবডিবিসনের অধীন পরমানন্দকাটতে একটী মন্দির গোবিন্দজীর মন্দির বলিয়া বিখ্যাত, তাহাও প্রতাপাদিতের নিৰ্ম্মিত বলিয়৷ কথিত হইয়া থাকে। “It was errected by Raja Pratap Aditya for Thakur Gabindji. Fair order, in the middle of fields: No jungle” (Ancient Monuments of Bengal.) এই মন্দিরও গোবিন্দদেবের মন্দির। কিন্তু ইহা প্রতাপাদিত্যের অনেক পরে নিৰ্ম্মিত হয়। রাজা বসন্তরায়ের প্রপৌত্র শ্রামসুন্দর রায় ইহা নিৰ্ম্মাণ করাইয়াছিলেন। রাজা বসন্তরায়ের বংশধরগণের সহিত গোবিন্দদেবের সেবক অধিকারী মহাশয়দিগের বিবাদ উপস্থিত হইয়াছে। অদ্যপি তাহার সুমীমাংসা হয় নাই। শুনিতেছি গোবিন্দদেব অপহৃত ব অন্তৰ্হিত হইয়াছেন। শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বসু মহাশয় বঙ্গের জাতীয় ইতিহাসের দ্বিতীয় ভাগে লিথিয়াছেন যে, গোবিন্দদেব বিগ্রহ কোটালিপাড়ার শিবরাম ভট্টাচার্য্যের বংশধরগণের গৃহে বিরাজ করিতেছেন। প্রকৃত গোবিন্দদেব রায়পুরের অধিকারী মহাশয়দিগের বাটীতে নাই। প্রতাপাদিত্যের সময়েই রাজা স্বয়ং স্বপ্নাদিষ্ট হইয়া উক্ত বিগ্রহকে শিবরামের গৃহে প্রেরণ করিয়াছিলেন। তদবধি তিনি তথায় বিরাজ করিতেছেন। (৩য় অংশ ১৩০ পৃ ) কিন্তু br