পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ७ ] শেনার পতি এবং সহস্র২ ভাণ্ডারাবধি পরিপূর্ণ ধন এবং সমস্ত সামন্ত শেনাপতি যুক্তে দুই দিগের থানায় শৈন্য পাচিয়া রাখিল অৰ্দ্ধ পশ্চিম উত্তরে আর অৰ্দ্ধ দক্ষিণে এ দুই থানায় অতি সাবধান রূপে চৌকি রাখিল যে কোন ক্রমে ভিন্ত শৈন্ত দেশের মধ্যে প্রবেশ করিতে না পারে। এই বাদসাহি ও এই ধন ও এই মত শৈন্তের বাহুল্যতা দেখিয়া দাউদ বিষয়মদে মত্ত হইয়া অতিশয় অহংকৃত হইলে ভবানন্দ মজুমদার ভীত হইলেন বিবেচনা করিলেন দাউদ অহংকৃত হইল, অতএব ইহার বিরুদ্ধ দশার আরম্ভ। এই ইহার শৌভাগ্য অস্তের প্রাককাল এখন আর ইহার নিকটবৰ্ত্তি সপরিবারে থাকা নহে। আপনার ভ্রাতৃ সহিৎ মন্ত্রণ স্থির করিয়া মহারাজাকে ডাকিয়া নিভৃতে কহিলেন। বাপুরে শ্ৰীহরি এ দিগে আইস এবং আমার পরামর্শ শুন ও পরিগ্রহ কর তাহা । এই যে দাউদকে দেখিতেছ এখন ইহাকে দুৰ্ব্বদ্ধি আক্রমণ করিয়া বৃত্তি আচরণ করাইলেক। রাজ্যগৰ্ব্ব ধন গৰ্ব্ব শৈন্তগৰ্ব্ব মদে ইহাকে মত্ত করিয়া অতি অহংকৃত করিয়াছে অতএব ইহার নিম্পত্তি হইতে পারে না। অল্পকালে ইহার পতন হবে। দেখ দিল্লির বাদসাহ এককবর যাহাকে হেন্দোস্থানে না মানে এমত লোক নাহি ইনি গড় চিতোর পৃভূতি সমস্ত রাজা গণের মান্য তাহারা ইহাব করতল। এ কোন বস্তু তাহার সম্মুখে। মুহুর্তেকে ইহাকে নিপাত করিবে এখন সপরিবারে ইহার নিকটবর্তি থাকলে সঙ্কটাপন্থ হইতে হবেক । আজি পৰ্য্যন্ত তোমারদের কতৃত্ব এ প্রদেশের উপর আছে নিভৃতি রম্য স্থান অন্তেষণ করিয়া সেইখানে ঘর দ্বার করহ যে এ সময় তাহাতে সামাত্য সবান্ধব বর্গের সহিৎ সপরিবারে থাকা যায় পরে কার্য্যের গতিক বুঝিয়া যে কৰ্ত্তব্য হয় করিতে পারিবা নতুবা ইহার পাপে সপরিবারে সমস্ত মজা যাবে।