পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১১৬ ] “গোবিন্দরায়কশ্চৈব চন্দ্ররায়াে মহাছাতিঃ। তথা নারায়ণে বীরো জগদানন্দসংজ্ঞকঃ ॥ রমাকান্ত স্তথা জ্ঞেয়ঃ পরমাননা স্তত্ত্ববিৎ । ঐরামরূপরামে চ মধুসূদন এব চ। মাণিকো রাঘবশ্চৈব একাদশমিতাঃ স্মৃতা: | বসন্ততনয়৷ এতে সৰ্ব্বশাস্ত্রবিশারদাঃ ॥” ইহাদের সন্তানাদি ও বসন্ত রায়ের দৌহিত্রাদি মিলিত হইয় তাহার এক বৃহৎ পরিবার হইয়া উঠে। কিন্তু তিনি যশোর রাজ্যের ছয় আনা অংশের অধিকারী হওয়ায় ও সেই অংশই শ্রেষ্ঠ হওয়ায় তাহার কোনরূপ অভাব উপস্থিত হয় নাই। বসুমহাশয়ের মতে বসন্ত রায়ের ছয় আনা অংশপ্রাপ্তি র্তাহার পরম মুখের কারণ হইয়াছিল। (৬৫) রাজমহলে সেখানকার নবাব * * * পলাইল ঢাকার কেল্লায় * * * রহিলেন–রাজমহলে রাজা মানসিংহের সময় বাঙ্গালার রাজধানী স্থাপিত হয়, তথাকার নবাব বলিলে মানসিপ্তকেই প্রথমে বুঝায়, কিন্তু প্রতাপের সৈন্তের সহিত এই সময়ে মানসিংহের সংঘর্ষণ হওয়া ঐতিহাসিক সত্য নহে। নবাব অর্থে ফৌজদার বা অন্ত কোন সরকারী কৰ্ম্মচারী বুঝাইলেও তাহার নিকটস্থ গৌড় বা টাড়া বাঙ্গালার সুবেদারের অবস্থিতি হওয়ায় সহসা তাহার পরাজয় ঐতিহাসিক সত্য বলিয়া বিশ্বাস করা যায় না । ঢাকায় প্রতাপাদিত্যের পরে রাজধানী স্থাপিত হয়। ঢাকা পৰ্য্যন্ত প্রতাপাদিত্যের অগ্রসর হওয়ারও ঐতি হাসিক প্রমাণ নাই। উপক্ৰমণিকায় ইহার বিস্তৃত আলোচনা কর হইয়াছে। - - - - (৬৬) পাটনা পৰ্যন্ত ইহার করতল হইল, দিল্লীতে কর দেওন এক কালে বন্ধ—প্রতাপাদিত্যের পাটনা অধিকারের