পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১১৭ ] কোনও ঐতিহাসিক প্রমাণ নাই। সে সময়ে বাঙ্গালার সুবেদারগণ গৌড়, টাড় বা রাজমহলে অবস্থিতি করিতেন, তাহারা যে প্রতাপাদিত্যকে বঙ্গের দ্বার সকরৗগলি পার হইয়া পাটনা পৰ্য্যন্ত ধাবিত হইতে দিয়াছিলেন ইহা সম্ভব বলিয়া বোধ হয় না। তাহা হইলে ইতিহাসে ইহার উল্লেখ থাকিত। তবে প্রতাপাদিত্য যে দিল্লীতে কর দেওয়া বন্ধ করিয়াছিলেন ইহা সত্য। কিন্তু এই সময় হইতেই তিনি স্বাধীনতা অবলম্বন করিয়াছিলেন কি না:তাহ স্থির করিয়া বলা যায় না। তবে আজিমখার সুবেদারী সময়ে ( ১৫৮২–১৫৮৪ খৃঃ অব্দে ) তিনি একবার স্বাধীনতা অবলম্বনের চেষ্টা করিয়াছিলেন। সেই সময়ের কথা হইলে বসুমহাশয়ের উক্তিকে নিতান্ত অযৌক্তিক বলা যায় না। বসুমহাশরের মতে রাজা বসন্ত রায় জীবিত থাকিতে থাকিতে প্রতাপাদিত্য স্বাধীন হওয়ার চেষ্টা করিয়াছিলেন। (৬৭) কেদার রায় প্রভৃতি তাহাদের রাজ্য লইল—বস্থমহাশয় লিখিতেছেন যে, প্রতাপাদিত্য কেদার রায় প্রভৃতি ভূ ইয়াদিগকে পরাজিত করিয়া তাহদের রাজ্য অধিকার করিয়াছিলেন। এ বিষয়ের কোন ঐতিহাসিক প্রমাণ নাই। পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, প্রতাপাদিত্যের সময় যে বারজন ভূ ইয়া ছিলেন, তন্মধ্যে নয়জন মুসল - মান ও তিনজন হিন্দু। মুসলমানদিগের মধ্যে কেবল সোনার গা বা কত্রাভুর ইশা খাঁর বিবরণই অবগত হওয়া যায়। র্তাহার সহিত প্রতাপাদিত্যের যুদ্ধের কথা কোন স্থানে দৃষ্ট হয় না, এবং তিনি অন্তান্ত সমস্ত ভূঁইয়াদের মধ্যে প্রধান ছিলেন, ১৬০০ খৃঃ অব্দে র্তাহার মৃত্যু হয়। সে সময়ে জেসুইট পাদরীগণ এ দেশে অবস্থিতি করিতেছিলেন। র্তাহারা প্রতাপাদিত্যের সহিত ইশা খাঁর যুদ্ধের কোন কথাই বলেন নাই, বরঞ্চ তাহার ইশা খাঁ মসনদ আলিকেই সকল ভুইয়ার শ্রেষ্ঠ বলিয়াছেন। তাহার পর বসুমহাশয় কেদার রাকে যুদ্ধে পরাজয় করার যে কথা লিথিয়াছেন, তাহারও কোন প্রমাণ