পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २२० ] সিরি * ছাড়িয়া না দেওয়ায় প্রতাপাদিত্য বসন্তরায়কে হত্যা করিতেই কৃতসঙ্কল্প হন। বসুমহাশয়ের মতে বসন্তরায় রামচন্দ্রের পলায়নে সহায়তা করাই প্রতাপাদিত্যের বিদ্বেষ তাহার প্রতি বদ্ধিত আকার ধারণ কলে। বসন্তরায়ও পূৰ্ব্বাপর সাবধানেই ছিলেন। পরিশেষে তাহার পিতাব বাৎসরিক শ্রাদ্ধের দিবস প্রতাপাদিত্য সহসা তাহার ভবনে প্রবেশ কলিয়া বসন্তরায়কে হত্যা করেন। বসুমহাশয় বলেন যে, বসন্তরায়ের ‘গঙ্গাজল’ নামে তরবারি তাহার হস্তে থাকিলে প্রতাপাদিত্য সহসা তাহার হত্যায় কৃতকাৰ্য্য হইতে পারিতেন না। বসন্তরায়ের হত্যা প্রতাপাদিত্যের নিষ্ঠুরতার একটি বিশিষ্ট প্রমাণ। তিনি যেরূপ ক্ষমতাশালী হইয়া উঠিয়া, ছিলেন, তাহাতে বসন্তরায়কে হত্যা না করিয়া তাহার রাজ্য অধিকার করিতে পারিতেন। কিন্তু পাছে, তাহার পিতৃব্য বাদসাহের নিকট র্তাহার অত্যাচারের কথা প্রকাশ করেন, এই আশঙ্কায় সম্ভবতঃ র্তাহাকে চিরদিনের জন্ত ইহজগৎ হইতে বিদায় লইতে বাধ্য করিয়াছিলেন । কিন্তু বসন্তরায়ের হত্যার পর হইতেই তাহার অধঃপতন আরব্ধ হয়। এসম্বন্ধে স্বগীয় রামগোপাল রায় মহাশয় বলিয়াছেন,— “রাজ্য লোভে হয়ে মূঢ় নিদারুণ চিত। কাটি খুল্লতাত মাথা পাপে হৈল হত ॥” কোন সময়ে বসন্তরায়ের হত্য সম্পাদিত হয় তাহ নির্ণয় করা কঠিন।

  • পূৰ্ব্বে আমরা চাকসিরির অস্তিত্বে সন্দিহান হইয়াছিলাম । সেই জন্য (৪২) টিপ্পনীতে তাহার অস্তিত্ব সম্বন্ধে অনেক আলোচনা করিয়াছি। উক্ত আলোচনার পর জানিতে পারি যে, চাকসিরি একটি পরগণা নহে, তবে একটি নদীতীরবর্তী গ্রাম । খুলনা জেলার বাগের হাটের দুই ক্রোশ দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। তাহার প্রকৃত নাম চকলী। ইহাতে বোধ হয় বসন্তরায়ের ছয় আনার অংশের কোন কোন স্থান পূৰ্ব্বদিকেও ছিল। উপক্রমণিকায় ইহার বিস্তৃত আলোচনা করা হইয়াছে।