পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১২৪ ] (৭২) রাঘব রায় প্রভৃতি সপ্তপুত্ৰ বক্রি * * * শক্ত কয়েদ রাখিয়া – বসুমহাশয়ের উক্তি হইতে বোধ হয়, বসন্তরায়ের চারি পুত্র প্রতাপাদিত্য কর্তৃক নিহত হন। কারণ বসন্ত রায়ের একাদশ পুত্রেরই উল্লেখ দৃষ্ট হয়, বসুমহাশয়ও সে কথা বলিয়াছেন। বস্থমহাশয় যেমন প্রতাপাদিত্য কর্তৃক গোবিন্দ রায়ের হত্যার কথা বলিয়াছেন, অপব তিন জনেও তাহ কর্তৃক নিহত হইয়াছিলেন কিতৎপূৰ্ব্বে মৃত্যুমুখে পতিত হইয়াছিলেন, বসুমহাশয়ের গ্রন্থ হইতে তাহা বুঝা যায় না। কুলচাৰ্য্যগণ প্রতাপাদিত্য কর্তৃক গোবিন্দ ও চন্দ্র এই উভয়ের হত্যার কথা বলিয়াছেন। কিন্তু চাদ রায়ের বংশধরগণ বলিয়া থাকেন যে, চাদ রায় প্রতাপাদিত্যের পরেও জীবিত ছিলেন। (৭৩) রূপবস্থ নামে—রুপ বস্তু রাজা বসন্ত রায়ের ভ্রাত বাসুদেব রায়ের জামাতা। সাধারণতঃ তিনি বসন্ত রায়ের জামাতা বলিয়াই পরিচিত। র্তাহারই চেষ্টায় বসন্ত রায়ের পুত্ৰগণ প্রতাপাদিত্যের হস্ত হইতে নিস্কৃতি লাভ করিতে সক্ষম হইয়াছিলেন, তিনিই প্রথমে ইশা খার স্বারা তাহদের উদ্ধার করাইয়া পরে রাঘব রায়কে সঙ্গে লইয়া বাদসহদরবারে গমন করেন । (৭৪) দক্ষিণ দেশীয় রাজা ইছা খাঁ মছন্দরী—ইছ । মছন্দরীকে লইয়া নানারূপ গোলযোগ দেখিতে পাওয়া যায়। প্রকৃত্ব প্রস্তাবে ইছা খ৷ মছন্দরী বা মসনদ আলি বলিলে প্রথমতঃ সোণার গ কত্রভূর প্রসিদ্ধ ভূইয়৷ ইশা খাকেই বুঝায়। কারণ, তিনিই তৎকারে নমৰ ভূইয়ার শ্রেষ্ঠ ছিলেন, এবং বসন্ত রায়ের সন্তানদিগের তাহার সাহায্য লওয়া সম্ভব। ইহাই মনে করিয়া কেহ কেহ বন্ধুমহাশয়ের লিখিত ইছা থাকে স্বপ্রসিদ্ধ ইশা খাঁ মসনদ আলি স্থির করিয়াছেন। কিন্তু ৰন্থ মহাশয় তাহাকে দক্ষিগণীের রাজা রলিয়াছেন ও তাছার সহিত বস