পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २२& ] সায়ের অপরিসীম বন্ধুত্ব বা পাগড়ী বদলের কথা উল্লেখ করিয়াছেন। যদিও তিনি একস্থলে তাহাকে হিজলীর অধিপতি বলিয়াছেন। বসুমহাশয় যে ঈশা খার কথা উল্লেখ করিয়াছেন, তিনি হিজলীর মসনদ আলি বংশীয় নছেন। কারণ হিজলীর মসনদ আলি বংশে ইশা খা নামে কেহই ছিলেন না। কিন্তু বসুমহাশয়ের কথিত ইশা খা উড়িষ্যার জমাদার বা অধিপতি ছিলেন। ব্লকম্যান সাহেব এক স্থলে উড়িষ্যার জমীদার ইশা খণর কথা afontsa, “Todar Mall and Cadiq Khan followed Macum i Kabuli to Behar. Macum made a fruitless attempt to defeat Cadiq Khan in a sudden night attack, but was obliged to retreat, finding a ready asylum with Isa Khan, Zamindar of Orisa.” (Ain-i-Akbari P. 352.) # ঘটনা ১৫৮১ খৃঃ অব্দে ঘটিয়াছিল। আমরা জানিতে পারি যে, দাউদের পতনের পর কতলু খ উড়িষ্যা অধিকার করিয়া তথায় অবস্থিতি করেন, মোগল সুবেদারগণ র্তাহাকে কোন রূপে উড়িষ্যা হইতে বিতাড়িত করিতে পারেন নাই। ১৫৯০ খৃঃ অব্দে তাহার মৃত্যুর পর পাঠানের মানসিংহের বস্তৃত স্বীকার করেন। তাহা হইলে কতলু খাঁর আধিপত্যকালে ঈশা খ উড়িষ্যার জমীদার হইলে কতলু খাঁর সহিত র্তাহার নিকট সম্বন্ধ থাকাই সম্ভব। আমরা জানিতে পারি তাহারা উভয়েই লোহানি বংশসস্তৃত ছিলেন, এবং কতলুর মৃত্যুর পর ইশা খাঁ আফগানদিগের নেতৃত্ব গ্রহণ করিয়া উড়িযার অধিপতি হন। ব্লকম্যানুসাহেব অন্তত্র তাহাও বলিয়াছেন, “khwaiah Usman, according to the Mokhzani Asgani, was the second son of Miyan Isa Khan Lohani who after the death of Qutlu Khan was the leader of the Afghans in *ia and Southern Bengal” (Ain-i-Akbari P. 520) of: