পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৩৫ ] তিনশতী মনসবদার ইব্রাহিম কুলি খ ও জাহাঙ্গীরের রাজত্বকালে ইতিমদৌলার পুত্র ইব্রাহিম খা ফতে জঙ্গের উল্লেখ দৃষ্ট হইয়া থাকে। ইহাদের মধ্যে শেখ ইব্রাহিম ও ইব্রাহিম খা ফতে জঙ্গের সহিতই বাঙ্গালীর সম্বন্ধ ছিল। কিন্তু ইব্রাহিম খাঁ ফতে জঙ্গ ১৬১৮ খৃঃ অব্দে বাঙ্গালায় আগমন করায় প্রতাপাদিত্যের ধ্বংসের অনেক পরে শহর সচিত বাঙ্গলার সম্বন্ধ স্থাপিত হয়। কাজেই শেখ ইব্রাহিম ব্যতীত আমরা আর কাহাকেও প্রতাপাদিত্যের সময় বাঙ্গালার সহিত সম্বদ্ধ দেখিতে পাই না। শেখ ইব্রাহিম ফতেপুর শিক্রির স্বপ্রসিদ্ধ শেখ সেলিমের ভ্রাতুপুত্র। তিনি মির্জা আজিজ বা খানি আজমের ও ওয়াজির খাব সময় বিতার, বাঙ্গাল ও উড়িষ্যায় পাঠানদিগের বিশেষতঃ কতলু খার বিকদ্ধে অনেক যুদ্ধযাত্রা করিয়াছিলেন। ৯৯৯ হিজির বা ১৫৯২ খৃঃ অব্দে তাহার মৃত্যু হয়। শেখ ইব্রাহিম সম্বন্ধে ব্লকম্যান সাহেব এইরূপ বলিতেছেন,— “Shaikh Ibrahim lived at first at Court, chiefly in the service of the princes. In the 22nd year, he was made Governor of Fathpur Sikri. In the 28th year, he served with distinction under M. Aziz Kokah in Bihar and Bengal, and was with Vazir Khan in his expedition against Qutlu of Orisa. When Akbar, in the 30th year went to Kabul he was made Governor of Agrah, which post he seems to have held till his death in 999 (36th year).” (Ain-i-Akbari P. 403 ). BHAIG Rifai হইতে আমরা জানিতে পারি যে সেখ ইব্রাহিম আকবরের রাজত্বের ২৮ তম বৎসর হইতে ৩০তম বৎসর পর্য্যস্ত অর্থাৎ ১৫৮২ খৃঃ অব হইতে ১৫৮৪ পৰ্যন্ত বঙ্গদেশে অবস্থিতি করিয়াছিলেন। ইহা পুৰ্ব্বে উল্লিখিত