পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৪১ ] গুহাদিগকেই উক্ত দুই স্থানে সমাহিত করা হইয়াছিল বোধ হয়। কেহ কেহ প্রথমোক্ত সমাধিস্থানকে অন্ত প্রকার ভগ্নাবশেষরূপে নির্দেশ করিয়া থাকেন। (৯১) রাজা মানসিংহ বাঙ্গালায় আইলেন—ঐতিহাসিক প্রমাণে স্থির হয় যে, মানসিংহ যখন দ্বিতীয় বার বাঙ্গালায় আগমন করেন, সেই সময়ে প্রতাপাদিত্যের সহিত তাহার যুদ্ধ হয়। জাহাঙ্গীরের রাজত্বের প্রথমেই ১৬০৫ খৃঃ অব্দে তিনি পুনৰ্ব্বার বাঙ্গালার সুবেদারীর ভার প্রাপ্ত হইয়া তথায় ৮ মাস অবস্থিতি করিয়া ১৬০৬ খৃঃ অব্দে আগর গমন করেন। মানসিংহ ১৬০৪ খৃঃ অব্দে বাঙ্গালার শাসনভার পরিত্যাগ করিয়া আগর গমন করিয়াছিলেন। তথায় আকবরের মৃত্যুসময়ে তিনি ও আজিম খাঁ জাহাঙ্গীবের পরিবর্বে তৎপুত্র খসককে সিংহাসনপ্রদানের জন্য চেষ্টা করেন। কিন্তু আকবর জাহাঙ্গীরকেই আপনার উত্তরাধিকারী মনোনীত করিয়া যান। জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করিয়৷ খসরু, মানসিংহ ও আজিম খাকে ক্ষমা করিয়াছিলেন। মানসিংহ তাহার আদেশে বাঙ্গালায় প্রেরিত হন। পরে তিনি তাহাকে পুনৰ্ব্বার বাঙ্গাল হইতে আহবান করিয়া পাঠান। “When I ascended the throne in the first year of my reign, I recalled Man Singh, who had long been Governpr of the Country (Bengal), and appointed my Kokaltash Kutub-o-din to succeed him. (“Waki-at-i-Jahangire. Elliot Vol VI P. 32z) যদিও জাহাঙ্গীর তাহার রাজত্বের প্রথম বর্ষে ১৭১৪ হিজরী বা ১৬০৫ খৃঃ অব্দে মানসিংহকে বাঙ্গালা হইতে প্রত্যাবৃত্ত ইহঁতে আদেশ দেন, তথাপি তিনি তাহার কয়েক মাস পরে ১০১৫ হিজলা বা ১৬০৬ খৃঃ অব্দের প্রথমে রাজধানী গমন করেন। “The

  • w emperor, Jahangire, forgave his son, and deemed