পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s ** 8vo) | বন্দী ও পিঞ্জরাবদ্ধ হইয়া বাদসাহ-দরবারে নীত হইতেছিলেন, পরে পথিমধ্যে র্তাহার মৃত্যু হয়, ইহাই উল্লিখিত হইয়া থাকে। ( ১০০ ) টিপ্পনী দেখ। মানসিংহের পুত্রের সহিত প্রতাপাদিত্যের প্রচারিত কন্যার বিবাহের কথা আর কোথায়ও দেখা যায় না, এবং ইহার কোনই মূল নাই বলিয়া বোধ হয়। কারণ, মানসিংহ প্রতাপাদিত্যের ধ্বংস সাধন করিলে তাহার পুত্রের সহিত প্রতাপের কথিত কস্তার বিবাহ সম্ভবপর নহে। মানসিংহ কেদার রায়ের এক কন্যাকে বিবাহ করিয়াছিলেন বলিয়া প্রবাদ প্রচলিত আছে। (৯৮) টপ্পনী দেখ। সেই প্রবাদের সহিত গোলযোগ করিয়া সম্ভবতঃ বসুমহাশয় এইরূপ উল্লেখ করিয়াছেন। কেদার রায় ও প্রতাপাদিত্য উভয়েই মানসিংহের স'হত যুদ্ধ করিয়াছিলেন, এই জন্য উভয়ের সম্বন্ধে নানারূপ প্রবাদ প্রচলিত হইয়াছে, এবং সেই সমস্ত প্রবদের পরস্পর মিশ্রণে নানারূপ গোলযোগও ঘটিয়াছে। (৯৩) কাশি পৌঁছিয়া তাহার পরলোক হইল— প্রতাপাদিত্যবিজয়ের অনেক পরে মানসিংহের মৃত্যু হয়। তিনি ১৬১৪ o: STT 2.feTIfs FCHT ! “M. S. died a natural death in the 9th year of J's reign whilst in Dakhin.” Blochmann's Ain-i-Akbari P. 34. ) এখানে বসুমহাশয়ের উক্তি প্রকৃত নহে। (৯৪) উজির এছলাম খাঁ চিস্তি—সেথ আলাউদ্দীন ইসলাম থা চিস্তি ফতেপুরের সুপ্রসিদ্ধ সেথ সেলিমের পৌত্র। আবুলফজলের ভগিনীর সহিত র্তাহার বিবাহ হয়। ইনি কখনও উজীর হইয়াছিলেন কি ন সন্দেহ। প্রতাপাদিত্যের পরাজয়ের সময় তিনি যে অধিক মৰ্য্যাদা লাভ করিতে সক্ষম হন নাই, তাহার ঐতিহাসিক প্রমাণ আছে। আমরা দেখিতে পাই যে, যিনি উজীর হইতেন, তিনি সুবেদারদিগের অপেক্ষ অধিক