পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ R ] পরে আপনার সর্জ হইয়া যিনি২ পার হএন ও পারের সান্নিদ্ধ হইতেই২ তোবের গোলার চোটে লোক সমেত সমস্ত সেনা গারত করিয়া দেয় উপরে কেহ উঠিতে পারে না। এই২ রূপে বাদসাহি সৈন্য অনেক মারা গেল। তোড়লমল এই সমস্ত দেখিয়া নিরোপীয় ক্রমে বিমর্শ হইয়৷ হজুর এৎলা কারণ বেওরা পুরস্তরে আরজদাস্ত করিলে বাদসাহ মহা রোষান্বিত সেনাতে সাজনিঘোষণ ডঙ্কা দিতে হুকুম করিলেন। * পাচ লক্ষ সামন্ত দিল্লি গেৰ্দ্দে ছিল সমস্ত আনয়ন করিয়া হুকুম হইল গৌড়ে চড়াই করিতে ও দাউদের শিরচ্ছেদন করিতে এই মতে সৰ্ব্ব সামস্ত হুকুমানুক্রমে মহাদম্ভে দস্তয়মান হইয়া হুহুঙ্কার হুঙ্কার শব্দ করিয়া সর্জ চারিদিকে নানাপ্রকার শব্দ হইতে লাগিল ধ২ শব্দে সোর হইতে লাগিল ও তড়াতড়ে বন্দুক জয় ঢাক ইত্যাদি নানাবিধি বাদ্য বাজিতে লাগিল অতি ঘোর কল্লোল শব্দে কর্মরোধ হওনের গোছ এইরূপে সামন্তের সর্জ মান হইয়া মহাদন্তে গৌড়ে গতি করিল বাদসাহ ও আপনি শিকার থেলিবার মতে গৌড়মুখে রাহি হইলেন এথাতে দাউদের উকিল । হেন্দোস্থান হইতে দেখিল আর নিরাকরণ হইতে পারে না বাদসহ আপনে রোষান্বিতে পূৰ্ব সরঞ্জামে গৌড়ে গতি করিলেন বিবেচনা পূৰ্ব্বক বিহিত বচন হুকুম হবেক । এই খবরে দাউদ মুছির হইয়া বিক্রমাদিত্য ও বসন্তরায়কে ডাকিয় নিগুড় বলিলেন তাহারদিগকে এবার। আমার আর জয় ৰয় বা না হ্য আপনে দিল্লীশ্বর সমস্ত শৈন্ত সসৰ্জ্জ মান হইয়া গৌড়ে রাহি ঈষ্টয়াছেন অতএব এখন আর কার সাধ্য পৃথিবীতে তাহার অগ্রভাগে ডাণ্ডাইয়া বরাবরি করিতে তাহার সহিৎ বুঝি আমার এই শেষ দসা নতুবা এমত কুবুদ্ধি আমাকে ঘটত না আমি পতঙ্গ কমর বন্দি করি সিংহের সাতে যাঙ্গ হউক সমস্তই সময় মুযায়ি ।